বিশেষ প্রতিনিধি :
লক্ষ্মীপুর সদর উপজেলার ১১নং হাজির পাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে অবস্থিত গোফরান স্মৃতি পাঠাগার এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয় পাঠাগারের নিজস্ব কার্যালয়ে।
ব্যক্তিগত ঈদের ব্যস্ততার ও দূর্যোগপূর্ণ আবহাওয়া থাকার পরও স্হানীয় জনগণ ও আগত অতিথিদের উপস্থিতিতে সুন্দর একটি পরিবেশে পালিত হয় প্রতিষ্ঠা বার্ষিকির আলোচনা সভা।
পাঠাগারের প্রতিষ্ঠাতা সাংবাদিক মোঃ ইসমত দ্দোহা বাবুর সভাপতিত্বে ও পাঠাগারের উপদেষ্টা মোঃ সালাউদ্দিন টিপুর সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাঠাগারের উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান, চন্দ্রগন্জ থানা ১৪ দলীয় আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এম ছাবির আহমেদ। শুভেচ্ছা বক্তব্যে সভাপতি সবাইকে ঈদের শুভেচ্ছা ও ১৫ ই আগস্টের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন।
জাতীয় শোকের মাস হওয়ায় অনুষ্ঠানে অনুষ্ঠানে জাঁকজমক পূর্ণ আলোকসজ্জা কিংবা কোন প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়নি। তবে স্হানীয় ও আগত অতিথিগণ ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত পাঠাগারের গত এক বছরের কার্যক্রমের প্রশংসা করার পাশাপাশি আগামীতেও পাঠাগারের উন্নয়নে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন সবাই। গত এক বছর ধরে পাঠাগারে নিয়মিত দৈনিক পএিকা রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের বই সংগ্রহ করা হচ্ছে, যা নিয়মিত অধ্যয়নের মাধ্যমে সমাজ উন্নয়নের জন্য বিরাট ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন বক্তরা।
প্রধান অতিথির বক্তব্যে এম ছাবির আহমেদ বলেন, আমি এই এলাকার মানুষ, আমি এই এলাকায় বড় হয়েছি, এরকম একটা সামাজিক প্রতিষ্ঠানের সাথে থাকতে পেরে আমি আনন্দিত। তিনি আরও বলেন আমি এই পাঠাগারের শুরু থেকেই আছি, আগামীতেও থাকবো, পাশাপাশি আমার সাধ্য মতো সহযোগিতা করে যাবো। তিনি সামাজিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন কিছু দুষ্টু লোক এলাকার শান্তি শৃংখলা ও সামাজিক অস্হিরতা সৃষ্টি করার চেষ্টা করতেছে, আমি তাদের বলবো নিজ নিজ দায়িত্বে ভালো হয়ে যান, অন্যথায় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা নিতে বাধ্য হবো।
উল্লেখ্য গোফরান স্মৃতি পাঠাগার জাতীয় পাঠাগার আন্দোলন (জাপাআ) এর অধিভুক্ত হয়ে জাতীয় পর্যায়ে নিবন্ধন প্রাপ্ত হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ -সভাপতি মো :সামছু উদ্দিন পাটোয়ারী, চন্দ্রগন্জ প্রেসক্লাবের সভাপতি মো: আলী হোসেন, কোষাধ্যক্ষ মো: আলাউদ্দিন, প্রফেসর (অব:) আবদুল মতিন, রাজনীতিবিদ শাহজাহান গাজী, পাঠাগারের উপদেষ্টা বেল্লাল হোসেন, উপদেষ্টা মোঃ সালাউদ্দিন টিপু, সাধারণ পরিষদের সদস্য মোঃ আলাউদ্দিন, ও আফসার উদ্দিন প্রমুখ।
Leave a Reply