প্রতিদিনের খবর ডেস্ক :
নভেম্বরে কি ভারত-বাংলাদেশ সিরিজ হচ্ছে? পড়শি দুই দেশের ক্রিকেট ভক্তদের মুখে উঠে আসছে এই প্রশ্ন। যার কারণ, বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের এক সাংবাদিক বৈঠক। যেখানে ক্রিকেট বোর্ডের কাছে মোট ১১টি দাবি রেখেছন ক্রিকেটাররা। যা পূরণ না হলে, ‘কোনও ধরনের ক্রিকেট খেলবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা।’
ক্রিকেটারদের দাবিতে, বেতন-ভাতা বৃদ্ধির পাশাপাশি প্রিমিয়ার লিগে একাধিক পরিবর্তনের দাবিও করা হয়েছে। সোমবার শের-ই-বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হন সাকিব, তামিম, মুশফিকুররা। ক্রিকেটারদের অভিযোগ, ‘বিগত কয়েক বছরে খারাপ পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে BPL-এ।’ মাহমুদউল্লাহ বলেন, ‘জানেন গত কয়েক বছরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের কী অবস্থা হয়েছে? সবাই অসন্তুষ্ট।’ জানা গেছে, পারিশ্রমিক নিয়ে ক্রিকেটারদের মধ্যে তুমুল ক্ষোভ।
প্রসঙ্গত, গত মাস থেকেই BPL-এ ফ্র্যাঞ্চাইজি মডেল বাতিল করেছে বোর্ড। যার সোজা প্রভাব পড়েছে ক্রিকেটারদের আয়ে।
পাঠকদের জন্য নিম্নে ক্রিকেটারদের সেই ১১টি দাবি তুলে ধরা হলো-
১। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর বর্তমান কমিটিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।
২। প্রিমিয়ার লিগ আগের মত দল বদলের নিয়ম করতে হবে। যে যার পছন্দমত দলে যাবে।
৩। এ বছর না হোক, আগামী বছর থেকে আগের মতো বিপিএল করতে হবে; লোকাল ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়াতে হবে।
৪। প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ ফি ১ লাখ টাকা করতে হবে, বেতন ৫০ ভাগ বাড়াতে হবে, বারো মাস কোচ ও ফিজিও দিতে হবে, প্রতি বিভাগে প্র্যাকটিসের ব্যবস্থা করতে হবে।
৫। আন্তর্জাতিক ক্রিকেটে যে বল দিয়ে খেলা হয়, ঘরোয়া ক্রিকেটেও সেই বল ব্যবহার করতে হবে। দৈনিক ভাতা ১৫০০ টাকায় কিছু হয় না, তা বাড়াতে হবে। এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যাবার জন্য প্লেন ভাড়া দিতে হবে, হোটেল ভালো হতে হবে, জিম ও সুইমিংপুল সুবিধা থাকতে হবে।
৬। চুক্তিভুক্ত ক্রিকেটারের সংখ্যা ও বেতন বাড়াতে হবে।
৭। দেশি সব স্টাফদের বেতন বাড়াতে হবে, কোচ থেকে গ্রাউন্ড স্টাফ, আম্পায়ার সবার বেতন বাড়াতে হবে।
৮। ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে টুর্নামেন্ট বাড়াতে হবে। বিপিএলের আগে আরেকটি টি-২০ টুর্নামেন্ট চালু করতে হবে।
৯। ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডার নির্দিষ্ট হতে হবে।
১০। ডিপিএলের পাওনা টাকা সময়ের মধ্যে দিতে হবে
১১। ফ্র্যাঞ্চাইজি লিগ (যেমন: আইপিএল, সিপিএল, বিগব্যাশ) দুটার বেশি খেলা যাবে না, এমন নিয়ম তুলে দিতে হবে।
Leave a Reply