প্রতিদিনের খবর ডেস্ক :
সাকিব সম্পর্কে সৌরভ গাঙ্গুলি একবার বলেছিলেন, শচীন টেন্ডুলকার কিংবা জ্যাক ক্যালিসের মত খেলোয়াড় ১০০ বছরে একবার জন্ম নেয়, আর সাকিব আল হাসানের মত খেলোয়াড় দশ হাজার বছরে একবার জন্ম নেয়। শুধু কি সৌরভ গাঙ্গুলি? ভিন দেশি কিশোরদেরও পছন্দের নাম সাকিব আল হাসান। ২০১৫ বিশ্বকাপে যখন অস্ট্রেলিয়ার এক ছেলেকে প্রশ্ন করা হয় তুমি বড় হয়ে কোন ক্রিকেটারের মতো হতে চাও?
উত্তরে সে তখন বলেছিলো আমি সাকিব আল হাসানের মতো হতে চাই। অস্ট্রেলিয়ার এতো বড় বড় তারকা থাকতে তার কাছে সাকিব আল হাসানকেই পছন্দ হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। তাকে বাংলাদেশ দলের পোস্টার বয়ও বলা হয়। সেই সাকিবকেই গতকাল নিষিদ্ধ করা হলো ২ বছরের জন্য। আর সাকিবের ব্যাপারেই গতকাল স্ট্যাটাস দিয়েছেন বিপিএল মাতিয়ে যাওয়া খেলোয়াড় রবি ফ্রাইলিংক।
রবি তার স্ট্যাটাসে লিখেন ,’ ২০১০ সালে যখন ইংল্যান্ড সফর শেষে বাংলাদেশ দল দেশে ফিরে ঠিক তখনি প্রস্তাব দেওয়া হয় সাকিবকে। ইংল্যান্ড দল থেকে। তখন সাকিবকে বলা হয় সাকিব খেলতে চাইলে ইংল্যান্ড দলের হয়ে খেলতে পারবেন। তিনি সকল সুযোগ সুবিধা পাবেন।’ ‘একি সাথে প্রস্তাব দেওয়া হয় মরগ্যানকে। মরগ্যান সেটা মেনে চলে আসেন। কিন্তু সাকিব বলছিলেন, না আমি আমার দেশের হয়ে খেলবো।’ সুত্র : বাংলাদেশের খবর
Leave a Reply