প্রতিদিনের খবর ডেস্ক :
নোয়াখালীতে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে চৌমুহনী চৌরাস্তা-সোনাইমুড়ী সড়কের আপানিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকার আলীপুর গ্রামের শাহ আলমের ছেলে হারুনুর রশিদ (২২), নাজিরপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জাবেদ হোসেন (২১) ও রফিক উল্যাহর ছেলে ইমতিয়াজ টিপু (২৩)।
আহত মাসুদ (২৫) সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের শাকিপুর গ্রাসের আবদুল মতিনের ছেলে।
জানা গেছে, চৌরাস্তা থেকে ৪ মোটরসাইকেল আরোহী সোনাইমুড়ীর দিকে যাচ্ছিলো। পথিমধ্যে আপানিয়া নামক স্থানে পৌঁছামাত্র ঢাকা থেকে ছেড়ে আসা সোনাপুরগামী একুশ পরিবহনের দ্রুত গতির একটি বাস তাদের চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিনজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত আরেকজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর বাসটি ফেলে রেখে ড্রাইভার, সুপার ভাইজার ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে সোনাইমুড়ী ও বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাসটি জব্দ করে।
সোনাইমুড়ী থানার ওসি আবদুস সামাদ ও বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুর উর রশিদ জানান, দুর্ঘটনার বিষয়টি হাইওয়ে পুলিশ তদন্ত করবে।
Leave a Reply