বিশেষ প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জে গ্রাম পুলিশদের দিয়ে বাড়ী থেকে ডেকে এনে ইউপি কার্যালয়ে একই পরিবারের নারী ও শিশুসহ ৪ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
চেয়ারম্যান ভক্ত এক আওয়ামীলীগ নেতার টাকা পাওয়া না পাওয়ার হিসেব নিকেষে তাদের পিটিয়ে আহত করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। আহতদের বর্তমানে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। এর আগে গত শনিবার বিকালে উপজেলার করপাড়া ইউপি কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মৃত আবুল বাশারের স্ত্রী আমীরুন্নেছা (৬০), তার মেয়ে বেবী আক্তার, নাতনী রিয়া আক্তার, নুহা আক্তার (২)।
ভুক্তভোগীরা জানান, স্থানীয় করপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজান কবিরের কাছ থেকে ১০ হাজার টাকা নেন মৃত আবুল বাশারের স্ত্রী আমীরুন্নেছা। পরে ওই মূল ১০ হাজার টাকা পরিশোধ করার পরও তার কাছ থেকে আরো বাড়তি ১০ হাজার টাকা সুদ হিসেবে গ্রহণ করেন তিনি। কিন্তু তা অস্বীকার করে আমীরুন্নেছার কাছে টাকা পাবেন এমন অভিযোগ এনে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে গ্রাম পুলিশ দিয়ে তাদের বাড়ী থেকে ইউপি কার্যালয়ে ডেকে আনা হয়। পরে ওই পরিবারের ৪ জনকে পিটিয়ে আহত করা হয় বলে অভিযোগ করেন হাসপাতালে চিকিৎসাধীন থাকা ভুক্তভোগীরা।
এব্যাপারে জানতে চাইলে স্থানীয় করপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজান কবির জমি সংক্রান্ত পাওনা টাকার বিষয়ে তাদের চেয়ারম্যানের নির্দেশে ডেকে আনা হয়েছিলো। মারধরের অভিযোগটি সত্যি নয়।
ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান জানান, উভয় পক্ষের অভিযোগের প্রেক্ষিতে তাদের ইউপি কার্যালয়ে আনা হয়েছে। মারধরের কোন ঘটনা ঘটেনি।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মারধরের ঘটনাটি শুনেছি থানায় অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply