প্রতিদিনের খবর ডেস্ক :
৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত দিয়ে শেষ হয়েছে। রোববার বেলা ১১টার দিকে শুরু হয় মোনাজাত। মোনাজাত পরিচালনা করছেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা হাফেজ মোহাম্মদ যোবায়েরুল হাসান। এর মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
এর আগে রোববার ফজরের নামাজের পরই উর্দুতে হেদায়েতি বয়ান শুরু হয় বলে জানিয়েছেন ইজতেমা ময়দানের গণমাধ্যম সমন্বয়ক মুফতি জহিন ইবনে মুসলিম।
হেদায়েতি বয়ান শেষে মাওলানা হাফেজ মোহাম্মদ যোবায়েরুল হাসানের পরিচালনায় আখেরি মোনাজাত শুরু হয়। এবারো দ্বিতীয়বারের মতো বাংলায় মোনাজাত করা হবে।
মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমার ৫৫তম আয়োজনের প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন দেশ-বিদেশের ৩৫ থেকে ৪০ লাখ মানুষ।
Leave a Reply