লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের চরশাহী ইউনিয়নের তিতার কান্দি গ্রামের টানা বর্ষণে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় তিন’শ পরিবার।
বুধবার বিকেলে টানা বর্ষণের কারনে পানিবন্দি হয়ে মানবেতর জীবন-যাপন করা সাধারণ মানুষ তিতার কান্দি ভুঁইয়া হাঁটে মানববন্ধনের আয়োজন করেন ওই এলাকার ভুক্তভোগীরা।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলার আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আবুল কাশেম মিয়াজী, তিতার কান্দি ইউপি সদস্য আলী হায়দার চৌধুরী, আমিন জুট মেইলের শ্রমিক নেতা মোঃ দেলোয়ার হোসেন, চরশাহী ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, চরশাহী ইউনিয়নের শ্রমিকলীগের সভাপতি সোবহান চৌধুরী, তিতার কান্দি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক মিলন হোসেন, তিতার কান্দি আদি যুব ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি রিশান মাহমুদ, তিতার কান্দি ব্লাড ডোনেশন ক্লাবের সভাপতি রাশেদুল ইসলামসহ তিতার কান্দি গ্রামের বাসিন্দারা।
এসময় বক্তারা বলেন, তিতার কান্দি গ্রামের রাস্তাঘাট, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান পানিতে নিমজ্জিত হওয়াসহ ঘরের মালামাল, হাঁস-মুরগি, পুকুরের মাছ ও গবাদিপশু হারিয়ে এলাকার মানুষ এখন দিশাহারা।
এতে পানি বন্দি হয়ে পড়েছেন প্রায় তিন শতাধিক পরিবারের কয়েক হাজার মানুষ মানবেতর জীবন-যাপন করছে। এ পানি বন্দি থেকে রক্ষা পেতে সকলে দলমত নির্বিশেষ এক কাতারে আসতে হবে। পানি নিস্কাশনের ব্যবস্থা করে ফসলি জমি রক্ষাসহ দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন মানববন্ধনে বক্তারা।
Leave a Reply