বিশেষ প্রতিনিধি :
রাজধানীর মালিবাগ কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার ভোর ৫টা ২৭ মিনিটে আগুন লাগে। এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৬টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়।আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করে। স্থানীয় লোকজন ও বাজারের ব্যবসায়ীরা আগুন নেভানোর কাজে যোগ দেন। এই কাঁচাবাজারে ৩০০টির মতো দোকান রয়েছে। এর মধ্যে ৫০টির মতো দোকান পুড়ে গেছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন।এর আগে গতকাল বুধবার রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১২টা ৫ মিনিটের দিকে ওই আগুন লাগে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের চেষ্টায় দিবাগত রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ওই ঘটনায় হতাহত হওয়ার কোনো খবর জানা যায়নি।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, ভবনটির একটি তলায় মাদ্রাসা রয়েছে। নিচতলায় টেলিভিশনের কারখানা। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
Leave a Reply