লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের নুরুল্যাপুরে ওয়াবদা খালের উপর প্রায় ২ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে ব্রিজের অবকাঠামো নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের শুভ উদ্বোধন করেন স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান গোলজার মোহাম্মদ।
রোববার সকাল ১০টা এই শুভ কাজের উদ্বোধন অনুষ্টিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার বেল্লাল হোসেন নুরুল্যাপুর আঞ্জুমান আরা উচ্চ বিদ্যালয়ের ভারপাপ্ত প্রধান
শিক্ষক শ্যামল চন্দ্র মজুমদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবদুল ওদুদ, চন্দ্রগঞ্জ থানার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবুল আনসারী, কন্টেকটর ইকবাল হোসেন, সমাজ সেবক আবদুল মতিন, স্থানীয় ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইব্রাহিম হোসেন বাবলু, দাসের হাঠ বাজার কমিটির সাধারণ সম্পাদক আজাদ হোসেন, সাবেক চন্দ্রগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মিল্লাদ হোসন, চরশাহী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের অহ্বাহয়ক সহাদাত হোসেন, যুগ্ম-আহবায়ক দিদার হোসেন বাবলু, ছাত্রলীগ নেতা মাকছুদুল হাছান রোমান, শরিফুল ইসলাম মোহন, জাহিদ হাসান অনিক প্রমূখ।
স্থানীয় ইউ’পি চেয়ারম্যান গোলজার মোহাম্মদ বলেন, ব্রিজটি হওয়ার ফলে ইউনিয়নের মানুষের যাতায়াতে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। সেই সাথে ব্যবসা-বাণিজ্য,
শিক্ষা, চিকিৎসাসহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে।
Leave a Reply