লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুর সদর উপজেলার কামারহাট বাজার পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে কামারহাট বাজারের ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ২ টায় ভোট গ্রহণ শেষ হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার সুভাষ চন্দ্র কর্মকার।
সভাপতি পদে সোলাইমান হোসেন ৪০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবুল হাসেম ৩৫ ভোট পান। সহ সভাপতি পদে রিপন চৌধুরী ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাহার মিয়া ৩২ ভোট পান।
সাধারণ সম্পাদক পদে মো. মহিন উদ্দিন ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবদুর রহিম ৩৮ ভোট পান। সহ সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলম বাহার ৪০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রেদোয়ান হোসেন ৩৪ ভোট পান।
বিনা-প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হন কোষাধ্যক্ষ পদে মো. মোহন ও সাংগঠনিক ঈমাম হোসেন। মোট ভোটার ছিলেন ৭৭ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৭৭জন ভোটার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহাম্মদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলি হোসেন, কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন, ইউপি সদস্য ওবায়েদুল হক হিরন ও কফিল উদ্দিন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী মামুনুর রশিদ বাবলু প্রমূখ।
নির্বাচনে শান্তি, শৃঙ্খলার দায়িত্ব পালন করেন চন্দ্রগঞ্জ থানার এএসআই ফখরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ।
Leave a Reply