বিশেষ প্রতিনিধি :
“আসুন সবাই বই পড়ি, নিজেকে সুন্দর করে, সুখি সমৃদ্ধ সমাজ গড়ি” লক্ষ্মীপুরের হাজিরপাড়া গ্রন্থাগারের শুভ উদ্ধোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাজিরপাড়া হামিদিয়া হাই স্কুল মাঠে রোববার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে হাজিরপাড়া গ্রন্থাগারের সভাপতি মহি উদ্দিন কচির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মিয়া গোলাম ফারুক পিংকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার আলহাজ্ব মোহাম্মদ আবদুল মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তালেব, উপজেলা সমাজ কল্যাণ অফিসার মাহবুবুর রহমান, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সামছুল ওমর শামিম, সহ-প্রচার সম্পাদক মুনছুর আহাম্মদ, হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, হাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নুরুল মোরছালিন মাশরুর, হাজিরপাড়া গ্রন্থাগারের সাধারণ পরিষদের সদস্য নূরে আরেফিন আবির, কোষাধ্যাক্ষ জামাল হোসেন সাগর, প্রচার সম্পাদক ইসমত দ্দোহা বাবু প্রমূখ।
হাজিরপাড়া গ্রন্থাগারের উদ্যেগক্তা সদস্য ইকবাল হোসেন মিলনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, শিক্ষানুরাগী এবং স্থানীয় এলাকার সর্বস্থরের নেতৃবৃন্দ।
হাজিরপাড়া হামিদিয়া হাই স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরামের উদ্দ্যেগে সমাজের অসঙ্গতি, অপসংস্কৃতি, মূল্যবোধ, তরুণ ও যুব সমাজসহ সর্বস্তরের মানুষকে জ্ঞান অর্জনে আগ্রহী করে তোলার লক্ষ্যে হাজিরপাড়া গ্রন্থাগার গঠন করা হয়। যা জাতীয় পাঠাগার আন্দোলন অধীভূক্ত, রেজিষ্ট্রেশন নং জাপাআ চট্র-লক্ষ্মী ২৩৫০৫০২২০২১ হয়েছে।
Leave a Reply