বিশেষ প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জে আগুনে পুড়ে কয়লা হয়ে মারা গেছেন স্বামী পরিত্যক্তা বৃদ্ধা মায়া বেগম (৫৫)। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ব বিঘা গ্রামের কুতুবুল্লাহর বাড়ীতে।
মৃত মায়া বেগম ঐ বাড়ীর মুকসুদা খাতুনের মেয়ে ও ৫ সন্তানের জননী।
খবর পেয়ে আজ রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা ও রামগঞ্জ থানা পুলিশের ওসি তদন্ত কার্তিক চন্দ্র।
বাড়ীর লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার গভীর রাতে (আজ রবিবার ভোর রাতে) আনুমানিক সাড়ে ৩টায় মায়া বেগমের মা মুকসুদা বেগম তাহাজ্জুদের নামাজের অজু করতে গেলে হটাৎ আগুন লেগে একই বাড়ীর কামাল হোসেন ও মুকসুদা বেগমের বসতঘরসহ দুইটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এসময় ঘরে থাকা মায়া বেগম মানসিক প্রতিবন্ধী হওয়ায় ঘর থেকে বের হতে না পারায় ঘরের ভিতরেই পুড়ে কয়লা হয়ে যায়।
মায়া বেগমের বৃদ্ধা মা মুকসুদা বেগম জানান, আমার সব শেষ হয়ে গেছে। আমার মা (মেয়ে) পুড়ে মারা গেছে। আমার মাথার গোঁজার ঠাইও গেছে। আমার মেয়ে মায়া বেগমের স্বামী সন্তান থাকলেও তারা কোন খোঁজ খবর নিতো না। মানসিক অসুস্থ্য হয়ে আজ প্রায় ১৫ বছর আমার মেয়ে আমাদের বাড়ীতে।
ক্ষতিগ্রস্থ কামাল হোসেন জানান, দুইটি বসতঘরের প্রায় কয়েকলক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমরা পথের ফকির হয়ে গেছি।
রামগঞ্জ ফায়ার সার্ভিসের লীডার আবদুর রশিদ জানান, আমার প্রাথমিকভাবে ধারনা করছি বিদ্যুত থেকে আগুনের সূত্রপাত। পুরো রিপোর্ট পাওয়ার পর জানা যাবে মূল ঘটনা।
উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা জানান, সকালে আমরা ঘঁনাস্থল পরিদর্শন করেছি। তাৎক্ষনিক দুই পরিবারকে সহযোগীতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply