প্রতিদিনের খবন ডেস্কঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে মাদক সেবনের সময় সাবেক এক ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল থেকে মেহেদী হাসান নামের এই নেতাকে আটক করা হয়। প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রক্টর বলেন, গতরাতে ( মঙ্গলবার) হল প্রশাসনের ফোন পেয়ে পুলিশসহ হলে গেলে মেহেদী হাসানকে মাদকসেবনরত অবস্থায় পাওয়া যায়। তখন তাকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভেঙে বিধিবিধান পরিহার করে কেউ যদি আইন হাতে নেওয়ার চেষ্টা করে তার বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণের নির্দেশ দিয়েছি।
এ বিষয়ে এসএম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. মজিবুর রহমান বলেন, গতকাল (মঙ্গলবার) রাত সাড়ে ১১টার সময় হলের সাবেক ছাত্র মেহেদী হাসান কয়েকজন ছেলেমেয়েকে হলে নিয়ে আসে। পরে আমি প্রক্টর স্যারকে বিষয়টি জানালে প্রক্টরিয়াল টিমসহ পুুলিশের একজন সাব ইন্সপেক্টর এসে তাদের নিয়ে যায়।
হল সূত্রে জানা যায়, এর আগেও এসএম হল ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসানের বিরুদ্ধে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ ছিলো। যেকারণে তাকে হল থেকে বহিষ্কারও করা হয়।
এছাড়াও সলিমুল্লাহ মুসলিম হলে এই ছাত্রলীগ নেতা নিয়মিত মাদকসেবন করতেন বলে ইতোপূর্বে বিভিন্ন সময় হল প্রশাসন তাকে সতর্ক করেছে।
আজকালের খবর
Leave a Reply