বিশেষ প্রতিনিধি:
নোয়াখালীর মাইজদীতে চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগে পাওয়া গেছে। বৃহস্পতিবার (২০ মে) রাত ১০টায় উডল্যান্ড প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নবজাতকের আত্মীয়স্বজন উত্তেজিত হয়ে হাসপাতালে ভাঙচুর চালায়।
নবজাতকের বাবা নাজমুল হাসান নাঈম বলেন, বেলা দেড়টায় আলট্রাসনোগ্রাফি করানোর পর চিকিৎসক আমাদের সিজার করাতে রাত ৮টায় সময় দেন। চিকিৎসক ব্যক্তিগত চেম্বার করাতে গিয়ে ঠিক সময়ে সিজার করাতে পারেননি। রাত ১০টায় চিকিৎসক জানান, নবজাতকের মৃত্যু হয়েছে।
হাসপাতালের পরিচালক মো. মিজান বলেন, নবজাতকের বাবা নাজমুল হাসান নাঈমকে দ্রুত সিজারের কথা জানানো হয়েছে। চিকিৎসক চেম্বার করায় আসতে দেরি করেছেন। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর সিজার করানো হলে নবজাতককে বাঁচানো সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চিকিৎসক হেমা সানজিদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) সাহেদ উদ্দিন বলেন, হাসপাতালে উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে তা নিয়ন্ত্রণ করে। এ নিয়ে কেউ থানায় অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply