বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুরে ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি ঢুকছে মেঘনার লোকালয়ে। উঁচু জোয়ারে পানির চাপে প্লাবিত হচ্ছে নিন্মাঞ্চল। মঙ্গলবার বিকাল থেকে নদ-নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে লোকালয়ে ঢুকতে শুরু করেছে।
ক্ষতিগ্রস্থ হয়েছে জেলার রামগতি ও কমলনগরের রামদয়াল, বিবিরহাট, গাবতলী, ৪ নম্বর আলেকজান্ডার, ওয়াবদা বাজার, উত্তর চর বালুর চর, ঠুয়ারচর ও কমলনগরের কয়েকটি ইউনিয়নে লুদুয়া, খায়েরহাট, মাতাব্বর হাট, নাছিরগঞ্জ এলাকাসহ ৮ টি ইউনিয়ন।
তবে বন্ধ রয়েছে লক্ষ্মীপুর-ভোলা নৌরুটের চলাচলরত ফেরিসহ সবধরনের যানচলাচল।
Leave a Reply