শিরোনাম:
পাঁচপাড়া আদর্শ সমাজ কল্যাণ পাঠাগার মিনিবার ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হানিফ মিয়াজীর বাজার ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন চন্দ্রগঞ্জে নিরাপদ সড়ক চাই উপলক্ষে বণার্ঢ্য র‌্যালী ও আলোচনা সভা চন্দ্রগঞ্জে “শহীদ জিয়া স্মৃতি সংসদের” নতুন কার্যালয় উদ্বোধন জাতীয়তাবাদী শ্রমিকদলের মতবিনিময় সভা লক্ষ্মীপুরে সিলিন্ডার বিস্ফোরণে নিহত -৩, আহত ২০জন কফিল উদ্দিন বিশ্ববিদ্যাল কলেজ সভাপতির আগমন উপলক্ষে আনন্দ মিছিল লক্ষ্মীপুরের পাঁচপাড়া উচ্চ বিদ্যালয়ে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত অপরাধ কমাতে সিসিটিভি ক‍্যামেরার ভূমিকা চন্দ্রগঞ্জ দলিল লেখক কল্যান সমিতির সভাপতি কাউছার, সম্পাদক মহিন

চার আসনে উপনির্বাচন ও স্থগিত ইউপি ভোটের তফসিল বুধবার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুন ১, ২০২১
  • 216 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

চারটি (লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫) শূন্য সংসদীয় আসনের উপনির্বাচন এবং স্থগিত থাকা ৩৭১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল আগামীকাল বুধবার (২ জুন) ঘোষণা করা হতে পারে। ইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা’র সভাপতিত্বে আগামীকাল বেলা সাড়ে ১১টায় কমিশনের ৮১তম সভা অনুষ্ঠিত হবে। সভায় ভোটের তারিখ নির্ধারণ করা হবে। পরে সভা শেষে এসব ভোটের তফসিল ঘোষণা করা হবে।

বুধবার অনুষ্ঠিতব্য সভায় আলোচ্যসূচির মধ্যে রয়েছে- লক্ষ্মীপুর-২ আসনের স্থগিতকৃত উপনির্বাচন, ষষ্ঠ ধাপের ১১টি পৌরসভা ও প্রথম ধাপের ইউনিয়ন পরিষদের স্থগিতকৃত নির্বাচন; সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ শূন্য আসনের নির্বাচন; ইউনিয়নের দ্বিতীয় ধাপের সাধারণ নির্বাচন ও পৌরসভাসহ স্থানীয় সরকার পরিষদের অন্যান্য নির্বাচন এবং বিবিধ।

ইসি সূত্র জানায়, ৯০ দিন বাড়ানোর পর ভোটের তফসিল দিয়েও স্থগিত করা লক্ষ্মীপুর-২ আসনে ২৬ জুলাই, সিলেট-৩ আসনে ৬ সেপ্টেম্বর, ঢাকা-১৪ আসনে ১ অক্টোবর এবং কুমিল্লা-৫ আসনে ১১ অক্টোবরের আগে নির্বাচন আয়োজন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তাই বিধি-নিষেধের মেয়াদ বাড়ানো হলেও ইসি সচিবালয় যেসব কারণে ভোটের তফসিল ঘোষণা করার পক্ষে সেগুলো হলো- ইসি সাধারণত আগস্ট মাসে কোনো নির্বাচন আয়োজন করতে চায় না, এরইমধ্যে আবার ২০ জুলাই থেকে ঈদুল আজহা’র জন্য সরকারি ছুটি রয়েছে। তাই ১৫ জুলাইয়ের মধ্যে সিলেট-৩ আসনে উপনির্বাচন আয়োজন করতে চায় কমিশন।

যেহেতু সিলেট-৩ আসনে উপনির্বাচন করা হবে। তাই বাকি তিনটি আসনের উপনির্বাচন ও স্থগিত থাকা ইউপি ও পৌরসভা নির্বাচনের তফসিলও ঘোষণা করা হতে পারে।

শেষ পর্যন্ত অন্যান্যগুলো না হলেও বুধবার সিলেট-৩ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলেও জানায় ইসি সূত্র।

সূত্র জানায়, গত বুধবার (১৯ মে) নির্বাচন করার পক্ষে সিদ্ধান্ত নেয় কমিশন। তখন সরকারের বিধি-নিষেধ ছিলো ২৩ মে পর্যন্ত। তাই কমিশন বিধি-নিষেধের সময় শেষ হওয়ার পর নির্বাচনের তফসিল ঘোষণা করতে চেয়েছিলো। এজন্য বিধি-নিষেধ শেষ হওয়ার পরের দিন ২৪ মে এই বিষয়ে কমিশন সভা রাখা হয়। চলমান বিধি-নিষেধ ৩০ মে পর্যন্ত বাড়ালে ২ জুন নির্বাচন সংক্রান্ত একই এজেন্ডা রেখে কমিশন সভা রাখা হয়। পরবর্তীতে সরকারের বিধি-নিষেধের মেয়াদ ৬ জুন পর্যন্ত বাড়ানো হলেও সাংবিধানিক সংকট কাটানোর জন্য নির্বাচন আয়োজন করতে চায় ইসি।

এই বিষয়ে ইসি’র অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, অন্যগুলো না হলেও একটি আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। তবে কমিশন সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রথম ধাপে স্থগিত ইউপি ও দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণা করার বিষয়ে তিনি বলেন, স্থগিত ইউপিগুলো নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত আসলেও আসতে পারে। তবে বুধবারের সভায় দ্বিতীয় ধাপের তফসিলের সিদ্ধান্ত নাও আসতে পারে।

স্থগিত থাকা নির্বাচনের বিষয়ে ইসি সূত্র জানায়, যেহেতু নির্বাচনের মাত্র ১১ দিন আগে এসব নির্বাচন স্থগিত করা হয়েছে। তাই এসব নির্বাচনে প্রার্থীদের প্রচারণার জন্য ৭ থেকে ১৫ দিন সময় দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা হতে পারে।

১৯ মে কমিশন সভা শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের জানিয়েছিলেন, চারটি আসনে নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। লকডাউন চলার কারণে সময়সূচি ঘোষণা করা হয়নি। যেহেতু এসব উপ-নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। তাই এই চারটি আসনে জুলাই মাসে নির্বাচন আয়োজন হবে।

করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে গত ১ মার্চ থেকে সব ধরনের নির্বাচন স্থগিত করে কমিশন। এছাড়া এই সময় অনেক নির্বাচনের মেয়াদ শেষ হলেও সিইসি’র বিশেষ ক্ষমতাবলে এসব নির্বাচনের মেয়াদ ৯০ দিন বাড়ানো হয়। এই ৯০ দিনও পার হয়ে যাচ্ছে। তাই এসব নির্বাচন আয়োজন করার কথা ভাবছে ইসি। জবাবদিহি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares