বিশেষ প্রতিনিধিঃ
নোয়াখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকার ( অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে জেলা স্কুল মাঠে নির্ধারিত সময়ে বালকদল সদর উপজেলা-সুবর্ণচর উপজেলাকে ট্রাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ান শীপ অর্জন করেন। এছাড়া বালিকা দল সেনবাগ উপজেলা দলের হারিয়ে সদর উপজেলা দল চ্যাম্পিয়ান শীপ অর্জন করেন।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জিহান।
অনুষ্ঠানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নিবার্হী অফিসার ফারহানা জাহান উপমা, সূবর্ণচর নিবার্হী অফিসার চৈতি সর্ববিদ্যা, সদর উপজেলা সহকারী কমিশন ভূমি ফাতিমা সুলতানা, জেলা তথ্য অফিসার আবদুল্যা আল মামুন, জেলা স্কুলে প্রধান শিক্ষক নুর মো: জাহাঙ্গীর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু, সহ সম্পাদক বাসস সরকার, ক্রীড়া অফিসার মো. আলাউদ্দিন, নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, টিভি সাংবাদিক ফোরামের সভাপতি মানিক ভূঁইয়া, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবুসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও ক্রীড়ামোদী খেলোয়াড়বৃন্দ।
Leave a Reply