বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুরে রামগতি ও কমলনগর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে সদর উপজেলা হলরুমে জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ তাদেরকে শপথ বাক্য পাঠ করান।
অতিরিক্ত জেলা প্রশাসক নুর এ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
এসময় চেয়ারম্যান হিসেবে কমলনরের তোরাবগঞ্জের মির্জা আশরাফুর জামান রাসেল, হাজীরহাটেরনিজাম উদ্দিন, চরফলকনে মোশারফ হোসেন বাঘা, রামগতি উপজেলার চরবাদামের শাখাওয়াত হোসেন জসিম, চর পোড়াগাছার নুরুল আমিন ও চররমিজের মুজাহিদুল ইসলাম দিদার শপথ গ্রহণ করেন।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মোমিন, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, রামগতি পৌর মেয়র মেজবাহ উদ্দিন মেজু, রামগতি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল ওয়াহেদ ও কমলনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন মাষ্টার প্রমুখ।
প্রসঙ্গত, গত ২১ জুন রামগতি ও কমলনগর উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হন।
Leave a Reply