প্রতিদিনের খবর ডেস্ক :
দেশের বিভিন্ন রুটে যাত্রীবাহী নৌযান চলাচল আগামি বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে শুরু হবে। আজ মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক গণমাধ্যমকে এতথ্য জানান। বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, নৌযান চলাচলের প্রস্তুতির বিষয়ে দ্রুত সময়ের মধ্যে একটি সভার আয়োজন করা হবে। কোরবানির ঈদে মানুষের চলাচল শিথিল হচ্ছে। আগামী বৃহস্পতিবার থেকে ২৩ জুলাই পর্যন্ত কিছুটা শিথিল হচ্ছে চলমান বিধিনিষেধ। স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন। যাত্রীবাহী নৌ পরিবহন গণপরিবহনের মধ্যেই পড়েছে।
এর আগে গতকাল সোমবার (১২ জুলাই) বিআইডব্লিউটিএ চেয়ারম্যান গণমাধ্যমকর্মীদের বলেছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যবিধি বিষয়ক একটি কমিটি রয়েছে। তারা লঞ্চ চলাচলের ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারেন। যেহেতু এখন দেশে করোনার মহামারি চলছে, সেহেতু ঈদে লঞ্চ চলবে কিনা- তা মন্ত্রিপরিষদই সিদ্ধান্ত নেবে। এ অবস্থায় আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি হয়েছে বিধিনিষেধ সংক্রান্ত প্রজ্ঞাপন। দেশের আর্থ সামাজিক অবস্থা ও অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখতে আগামী ১৪ জুলাই (বুধবার) মধ্যরাত থেকে ২৩ জুলাই (শুক্রবার) সকাল ৬টা পর্যন্ত আরোপিত সব বিধিনিষেধ শিথিল করেছে সরকার।
আজকালের খবর
Leave a Reply