প্রতিদিনের খবর ডেস্ক:
কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথমবারের মতো মাঠে নেমেছিল আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে তাদের পারফরম্যান্স ছিল চ্যাম্পিয়নদের মতোই। লাউতারো মার্তিনেজের নৈপুণ্যে ভেনেজুয়েলাকে সহজেই হারিয়ে জয়ের ধারায় ফিরেছে দলটি। তবে ম্যাচের অধিকাংশ সময় এক জন কম নিয়ে খেলেছে ভেনেজুয়েলা।
শুক্রবার এস্তাদিও অলিম্পিকো দে লা ইউসিভিতে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে একটি করে গোল করেছেন লাউতারো মার্তিনেজ, হোয়াকিন কোররেয়া ও আনহেল কোররেয়া। স্বাগতিকদের একমাত্র গোলটি করেন ইয়েফেরসন সতেলদো।
ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারতো আর্জেন্টিনা। ষষ্ঠ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া মেসির শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ১২তম মিনিটে রদ্রিগো দি পলের শট বারপোস্টে লেগে বেরিয়ে যায়। দুই মিনিট পর দি মারিয়ার প্রচেষ্টা ব্যর্থ করেন দেন ভেনেজুয়েলার গোলরক্ষক।
২৯তম মিনিটে বড় ধাক্কা খায় ভেনেজুয়েলা। মেসিকে বিপজ্জনক ফাউল করেন লুইস মার্তিনেজ। প্রথমে হলুদ কার্ড দেখালেও পরে ভিএআরের সাহায্যে লাল কার্ড দেখান রেফারি। ৪৪তম মিনিটে দি মারিয়ার দূরপাল্লার শট লাফিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক উইল্কার ফেরিনেজ।
তবে প্রথমার্ধের যোগ করা সময়ে আর্জেন্টাইনদের আর ঠেকাতে পারেননি ফেরিনেজ। জিওভানি লো সেলসোর পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে যান মার্তিনেজ। সহজেই গোলরক্ষককে পরাস্ত করে দলকে এগিয়ে দেন এ ইন্টার মিলান ফরোয়ার্ড।
৫৯তম মিনিটে দি মারিয়ার ক্রস থেকে মার্তিনেজের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৬৭তম মিনিটে ভালো সুযোগ পেয়েছিল ভেনেজুয়েলা। সতেলদোর শট জার্মান পাজ্জেলার পায়ে লেগে দিক পাল্টে পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে বেঁচে যায় আর্জেন্টিনা।
৭১তম মিনিটে লাউতারোর পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন বদলি খেলোয়াড় হোয়াকিন কোররেয়া। ফাঁকায় বল পেয়ে নিচু শটে বল জালে পাঠান এ লাৎসিও ফরোয়ার্ড। তিন মিনিট ব্যবধান আরও বাড়ায় দলটি। লাউতারোর শট গোলরক্ষক ঠেকালে ফিরতি বলে আলতো টোকায় বল জালে পাঠান আনহেল কোররেয়া।
ম্যাচের যোগ করা সময়ে সফল স্পট কিকে একটি গোল শোধ করেন সতেলদো। তাকে ডি-বক্সে ফাউল করেছিলেন আলেহান্দ্রো গোমেজ। ভিএআরে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে তাতে জয় পেতে কোনো সমস্যা হয়নি আর্জেন্টিনার। দুই ম্যাচ ড্র করার পর জয়ের ধারায় ফিরে আসে দলটি।
Leave a Reply