প্রতিদিনের খবর ডেস্ক :
থেকে ২২কিলোমিটার দূরে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের জন্য যাতায়াতের অন্যতম ব্যবস্থা হচ্ছে শাটল ট্রেন।
কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়, সেই সাথে বন্ধ হয় শাটল ট্রেনও।
করোনার কারণে স্থগিত হওয়া কয়েকটি বিভাগে আবাসিক হল বন্ধ রেখে পরীক্ষা শুরু হয়েছে এবং আরো কয়েকটি বিভাগ সংস্কৃত, পালি, অর্থনীতি, ইংলিশ, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পরীক্ষা শুরু হতে যাচ্ছে।
এর ফলে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে অনেকেই হাজির হচ্ছে ক্যাম্পাসে। যাদের অধিকাংশরই প্রয়োজনীয় কাজে যেতে হয় শহরে। আর শহরে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে ও বিভিন্ন কাজে আসতে হয় ক্যাম্পাসে। এর ফলে শাটলে নির্ভরশীল শিক্ষার্থীদের নির্ভর হতে হচ্ছে গণপরিবহনের উপর।
এদিকে গণপরিবহনে চলাচলে শিক্ষার্থীদের স্বাস্থ ও নিরাপত্তা উভয় ঝুঁকির আশংকা দেখা দিয়েছে। ইতিমধ্যে গত সাপ্তাহে অতিরিক্ত ভাড়া চাওয়ায় তা না দেয়ায় দুই চবি শিক্ষার্থীকে মারধর করা হয়। এতে শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাস মালিক সমিতির কর্তৃপক্ষের সাথে কথা বলে ৩০ টাকা ভাড়া চবি শিক্ষার্থীদের জন্য ২৫ টাকা নির্ধারণ করে।
কিন্তু এটি শুধু মৌখিক চুক্তি হওয়ায় এতে আরো সমস্যা বাড়ছে। তাই এই মুহূর্তে শিক্ষার্থীরা শাটল চালু হওয়ার আগ পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস দাবি করছে।
এবিষয়ে অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী দেওয়ান তাহমিদ বলেন, ‘পরীক্ষার কারণে অনেককেই ক্যাম্পাসে থাকতে হচ্ছে, নিয়মিত যাতায়াত করতে হচ্ছে। অথচ শাটল ট্রেন নেই বলে যাতায়াতের ক্ষেত্রে আমরা ভোগান্তির শিকার হচ্ছি। তাই আমরা চাই অন্তত শাটল ট্রেন চালু হওয়ার আগ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য নিউ মার্কেট টু জিরো পয়েন্ট বাস সার্ভিস চালু করবে। এটি সহজেই বাস্তবায়নযোগ্য একটি দাবি। প্রশাসন চাইলেই শিক্ষার্থীদের সুবিধার্থে এটি করতে পারে বলে মনে করি।’
পরে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া বলেন, বাস ভাড়া সংক্রান্ত সমস্যা সম্পর্কে আমরা অবগত হয়েছি। বিষয়টি হাটহাজারী উপজেলা প্রশাসনের মাধ্যমে বাস মালিক সমিতির সকলের কাছে পৌঁছিয়ে তা সমাধানের চেষ্টা করা হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয়ের আলাদা কোনো খাত নেই যে, সেখান থেকে বাস সার্ভিস দিবে। তাই এব্যাপারে কিছু বলতে পারছিনা।’
Leave a Reply