বেগমগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে চাঞ্চল্যকর স্কুল ছাত্রী ধর্ষনের মুল হোতা মোরশেদ আলমের বিচারের দাবী, মিথ্যা মামলায় হয়রানি ও বিভিন্ন মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী কামাল হোসেনের স্ত্রী ও সন্তানরা।
রোববার দুপুরে মীরকাশেম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আয়োজতি সংবাদ সম্মেলনে জানানো হয়, স্কুল ছাত্রী সাথী আক্তারের সাথে তার খালু মোরশেদের দীর্ঘদিন অবৈধ সম্র্পক ছিলো। এতে সে গর্ভবতি হয়ে পড়ে। বিপদ আচ করতে পেরে মোরশেদ কামালকে ফুসলিয়ে সাথী আক্তারের সাথে বিয়ে করিয়ে দেয়। বিয়ের পর মোরশেদ সাথীর সাথে আগের মতো অবৈধ সম্পর্ক করতে না পেরে ক্ষিপ্ত হয়ে সাথীকে দিয়ে থানায় গণধর্ষন মামলা করায়। এর পর পুলিশ কামালকে গ্রেফতার করে আদালতে
১৪৪ ধারার জবানবন্দীতে প্রকৃত ঘটনা প্রকাশ পায়। এ সময় তারা কামাল হোসেনকে নির্দোষ দাবী করেন।
এদিকে সাথী আক্তার মীরকাশেম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নয় বলে জানান স্কুলের সহকারী প্রধান শিক্ষক আবদুর রহিম বিএসসি। প্রকৃত তথ্য জেনে সংবাদ প্রকাশের জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহবান জানান।
অপরদিকে এ সব বিষয়ে জানতে অভিযুক্ত মোরশেদ আলমের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই মোরশেদ পালাতক রয়েছে বলে জানায় স্থানীয়রা।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহিদুল হক রনি জানান, প্রকৃত ঘটনা উৎঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি।
Leave a Reply