লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সদর উপজেলার চরশাহী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম রাজু, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান গোলজার মোহাম্মদ ও অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রিয়াজ ব্যাপক শোডাউনের মধ্যদিয়ে গণসংযোগ শুরু করেছেন। শুক্রবার বিকেলে ইউনিয়নের বসুরহাট, দাসেরহাট বাজারসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন তারা। এদিকে সন্ধ্যা ৭টায় স্বতন্ত্র প্রার্থী গোলজার মোহাম্মদের মোটর শোভাযাত্রা বসুরহাট বাজারে এসে পৌঁছালে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর লোকজন স্বতন্ত্র প্রার্থী গোলজার মোহাম্মদের গাড়িবহরে হামলা করে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার ওসি একে ফজলুল হক সঙ্গীয় ফোর্সসহ হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্বতন্ত্র প্রার্থী গোলজার মোহাম্মদ বলেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম রাজুর নির্দেশে তার গাড়িবহরে হামলা করা হয়েছে। এসময় তার গাড়িবহরের ৩টি সিএনজিচালিত অটোরিকশা ভাঙ্চুর করা হয় এবং তার ৫জন কর্মী আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে অভিযোগ অস্বীকার করে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম রাজু উল্টো অভিযোগ করে বলেন, গোলজার মোহাম্মদের সমর্থকরা আমার নির্বাচনী অফিসের সামনে দিয়ে গাড়িবহর নিয়ে যাওয়ার সময় আমার লোকজনকে মারধর করেছেন। আমি প্রশাসনের কাছে এ ব্যাপারে অভিযোগ দিয়েছি।
এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক জানিয়েছেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। উভয়পক্ষকে সতর্ক করেছি। তিনি বলেন, নির্বাচনের সময় ছোটখাট ঝগড়াঝাটি তো হয়ই। তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। কেউ বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রিয়াজ এলাকার তরুণ, যুবক ও বয়োজ্যেষ্ঠদের সাথে নিয়ে বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেন। রেজাউল করিম রিয়াজ বলেন, জনগণের সমর্থন নিয়ে আমি চেয়ারম্যান পদে দাঁড়িয়েছি। তরুণ প্রজন্মের ভোটাররা আমাকে ব্যাপকভাবে সমর্থন দিয়েছেন।
Leave a Reply