বিশেষ প্রতিনিধি :
আজ ৩রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এ উপলক্ষে চৌমুহনী প্রেসক্লাবের উদ্যাগে আয়েজন করা হয় আলোচনা সভা ও র্যালি। বিশ্বব্যাপী সংবাদভিত্তিক প্রতিষ্ঠানের দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত ও প্রাণ হারানো সাংবাদিকদের স্মরণ করে এই দিবসটি পালন করে আসছে। ইউনেস্কোর ১৯৯১ সালের সাধারণ সম্মেলনের সুপারিশের ভিত্তিতে ১৯৯৩ সালে জাতিসংঘ এ দিবস পালনের সিদ্ধন্ত গ্রহণ করে।
বিশ্বব্যাপী এ দিবসটি যথেষ্ট গুরুত্বের সঙ্গে পালিত হয়। গণমাধ্যম নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে। অন্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রতি বছর অসংখ্য গণমাধ্যমকর্মী মৃত্যুবরণসহ নির্যাতনের শিকার হন। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।
চৌমুহনী প্রেসক্লাবের সভাপতি আশ্রাফ ছিদ্দিকী বাবুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সাল, চৌমুহনী প্রেসক্লাবের সহ-সভাপতি ইয়াকুব নবী ইমন, সাধারণ সম্পাদক মনির হোসেন বাবু, সহ-সাধারণ সম্পাদক এম মজিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, কোষাধোক্ষ আবদুর রহিম, সাহিত্য ও ক্রিড়া সম্পাদক হারুন অর রশিদ রাজির, সাবেক সভাপতি এম নজির উল্যাহ, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফা মহাসিন, গোলাম মহি উদ্দিন নসু, কার্যনির্বাহী সদস্য কবির আহমদ ফারুক, মনির হোসেন সবুজসহ অন্যান্য সদস্য ও সাংবাদিক নেতৃবৃন্দ।
Leave a Reply