বিশেষ প্রতিনিধি :
আগামী ৫ই নভেম্বর জাতীয় সংসদ উপ-নির্বাচনে লক্ষ্মীপুর সদর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ্ব মিয়া গোলাম ফারুক পিংকু চন্দ্রগঞ্জের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
বুধবার সকালে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহিদুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও লক্ষ্মীপুর-৩ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মিয়া গোলাম ফারুক পিংকু, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুনছুর আহাম্মদ, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এম. ছাবির আহাম্মদ, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজ উল্যাহ, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আবদূন নূর, কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন, সাংবাদিক মো. হাছান, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক কাজী সোলাইমান, সহ-সধারণ সম্পাদক গৌতম মজুমদার, চন্দ্রগঞ্জ থানা শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর আলাম প্রমূখ।
এই সময় আরো উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মিলন, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন দিপু, দপ্তর সম্পাদক ইমরান হোসেন, সাহিত্য সংস্কৃতি ও ক্রিড়া সম্পাদ মণির হোসেন, সদস্য অহিদ মিয়া, ইব্রাহিম খলিল মঞ্জু, সাংবাদিক মহিন উদ্দিন লিটন, শাকিব, মঞ্জু, রাজুসহ অন্যন্য সদস্য বৃন্দ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
আলহাজ্ব মিয়া গোলাম ফারুক পিংকু বলেন, সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করছি। জেলা আওয়ামী লীগের দুই দুইবার সভাপতি হিসাবে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছি। এলাকার অধিকাংশ দলীয় জনপ্রতিনিধি ও নেতাকের্মী আমার সাথে আছেন। এমপি হতে পারলে সবাইকে নিয়ে অবহেলিত জনপদটি উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবো। তিনি নির্বাচনী কাজে চন্দ্রগঞ্জের কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের কাছে সহযোগিতা কামনা করেন।তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে নৌকায় প্রতীকে নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
Leave a Reply