লক্ষ্মীপুরে বীর মুক্তিযোদ্ধা দ্বীন মোহাম্মদ স্মৃতি স্মরণে শর্টবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা রোববার (০৫ মে) বিকালে সম্পন্ন হয়েছে। জেলার চন্দ্রগঞ্জ ইউপির শেখপুর গ্রামে আল হাবিব মসজিদ সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য একে এম শাহজাহান কামাল।
স্থানীয় ইউনিয়ন আওয়ামীগের সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. রহমত উল্যাহ বিপ্লব, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হিজবুল বাহার রানা। খেলায় পৃষ্ঠপোষকতা করেন- বীর মুক্তিযোদ্ধা মরহুম দ্বীন মোহাম্মদের জ্যেষ্ঠ সন্তান জাকির হোসেন জাহাঙ্গীর।
এছাড়াও উপস্থিত ছিলেন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রিংকু, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবু তালেব ও যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন জয়, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ হোসেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তাজুল ইসলাম ভূঁইয়া, মিডিয়া পার্টনার পিসি টেকনোলজির স্বত্বাধিকারী মোঃ জসিম প্রমূখ।
নক আউট পর্বের শর্টবার ফুটবল টুর্ণামেন্টের এ খেলায় ২৪টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে ভবভদ্রী নাইন স্টার বনাম মাদ্রাসা মার্কেট ইয়ুথ স্পোর্টিং ক্লাব। খেলায় নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় ট্রাইব্রেকারে ভবভদ্রী নাইন স্টার ৩-২ গোলে জয়লাভ করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরষ্কার বিতরণ করেন।
Leave a Reply