প্রতিদিনের খবর ডেস্ক :
আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় ৪:৪৫ মিনিটে শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠান আয়ারল্যান্ড উলভসের অধিনায়ক হ্যারি টেক্টর।
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৭ রান করে আয়ারল্যান্ড। ৩০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে তামিম ও লিটন। কিন্তু ২১ রান করে ফেরেন তামিম। গেটকাটের বলে বোল্ড হয়ে ফিরেন তিনি।
এরপর চেজের বলে রকের হাতে ধরা পড়ে ৩৯ বলে ২৬ রান করে ফিরেন লিটন। লিটনের পর সাঝঘরে ফিরেন মুশফিক। তিনি ইয়ংয়ের বলে হ্যারির হাতে ক্যাচ দিয়ে ২৯ বলে ১১ রান করে ফিরেন। অন্যদিকে সিমির বলে ম্যাককলামের হাতে ধরা পড়ে ১৪ বলে ১৩ রান করে ফিরেন মিথুন। দেখে শুনে খেলে ৩৯ বলে হাফসেঞ্চুরি তুলে নেন সাকিব।
তবে ৪৩ বলে ৫৪ রান করে ফেরেন সাকিব। তিনি কেনের বলে রকের হাতে ক্যাচ দিয়ে ফিরেন। সাকিবের পর ২ বলে কোনো রান না করেই কেনের বলে ফেরেন সাব্বির। অন্যদিকে সিমি সিংয়ের বলে রকের হাতে ধরা পড়ে ৬ রান করে ফেরেন মিরাজ। এরপর ৪৮ বলে ৩৭ রান করে সাঝঘরে ফেরেন মাহমুদউল্লাহ।
মাহমুদউল্লাহ ফেরার পর সিমির বলে ম্যাককলামের হাতে ধরা পড়ে ১৫ রান করে ফেরেন ফরহাদ। অন্যদিকে ১৪ রান করে রান আউটের শিকার হয়ে ফেরেন তাসকিন। এরই ফলে ৪২.৪ ওভারে ২১৯ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। ৮৮ রানে জয় পায় আয়ারল্যান্ড উলভস।
এর আগে আয়ারল্যান্ডের হয়ে টেক্টর ১৫, শ্যানন ১৮, ম্যাককলাম ১০২, হ্যারি টেক্টর ৮, সিমি ৯১, গেটকেট ৯ ও ডোহনি ১ রান করেন। বাংলাদেশের হয়ে তাসকিন ৩টি, রুবেল ২টি, ফরহাদ, সাকিব ও মিরাজ ১টি করে উইকেট শিকার করেন।
প্রস্তুতি ম্যাচের বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, ফরহাদ রেজা, তাসকিন আহমেদ।
আয়ারল্যান্ড উলভস: হ্যারি টেক্টর (অধিনায়ক), মার্ক এডেইর, জেমস ক্যামেরন-ডো, পিটার চেজ, স্টিফেন ডোহেনি, শেন গেটকাটে, ট্রাইওন কেন, নেইল রক, জেমস শ্যানন, সিমি সিং, জ্যাক টেক্টর ও ক্রেইগ ইয়াং।
Leave a Reply