বিশেষ প্রতিনিধি:
জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৫ উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) উদ্যোগে সাংবাদিকতায় নীতি ও নৈতিকতা বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে) রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত এই কর্মশালায় অংশ নেন দেশের বিভিন্ন জেলা ও উপজেলার শতাধিক প্রিন্ট, টেলিভিশন এবং অনলাইন মিডিয়ার সাংবাদিক।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদার এবং ফিনল্যান্ডের গণমাধ্যম বিশেষজ্ঞ ড. মুজিবুর দফতরি।
সঞ্চালনার দায়িত্ব পালন করেন বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ড. তাওহীদ হাসান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জেসমিন জাহান, সহ-সম্পাদক নুরুল হুদা বাবু, আইটি উপ-কমিটির সদস্য আশরাফুল ইসলাম রোহিত এবং সহ-সংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন বাচ্চু।
প্রশিক্ষণে বক্তারা বলেন, নীতি ও নৈতিকতা সাংবাদিকতার মৌলিক ভিত্তি। নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্বশীলভাবে সংবাদ পরিবেশন এবং সহিংসতা প্রতিরোধে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখা উচিত।
কর্মশালার শেষ ভাগে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের খোলামেলা উত্তর দেন রিসোর্স পারসনরা। এছাড়া বিএমএসএফ আগামী ৭ মে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিতব্য সাংবাদিক সমাবেশে সকলের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।
Leave a Reply