প্রতিদিনের খবর ডেস্ক :
নিউজিল্যান্ড সফরের পর বিশ্রামে ছিলেন বাংলাদেশের পেস সেনসেশন মোস্তাফিজুর রহমান। গতকাল প্রিমিয়ার লীগের দশম রাউন্ডের শাইনপুকুরের হয়ে মাঠে নেমে ইনজুরিতে পরেছেন মোস্তাফিজ। তাতে দুই সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে হবে এই গতিতারকাকে। আজ দুপুরে বিসিবি প্রধান চিকিৎসক ড. দেবাশিষ চৌধুরী বলেন, ‘গতকাল (বুধবার) অনুশীলনের সয়ম বাঁ-পায়ের গোড়ালিতে ব্যথা পায় মোস্তাফিজ। আজ এক্স-রে করা হয়েছে। তার পায়ে কোন ভাঙা বা ফাটল ধরা পরেনি। তবু আমরা তাকে দুই সপ্তাহের জন্য বিশ্রাম দিয়েছে। এরপর আবার তার অবস্থা রিভিউ করা হবে।’
আগামী ১৮ই এপ্রিল বাংলাদেশের বিশ্বকাপের চূড়ান্ত দল দেয়া কথা রয়েছে।
আর এই মাসের শেষ দিকে শুরু হবে বাংলাদেশে দলের কন্ডিশনিং ক্যাম্প। দেবাশীষ জানান, ‘কন্ডিশনের ম্যাম্পের শুরুতে মোস্তাফিজ বোলিং করতে পারবে না। তখন তাকে পুর্নবাসনপ্রক্রিয়ার মধ্যে থাকতে হবে। দুই সপ্তাহ পর যদি বোঝা যায় স্কিল ট্রেনিংয়ের অবস্থায় আছন, তাহলে মোস্তাফিজ বোলিং শুরু করতে পারবেন। মোস্তাফিজের চোট নিয়ে দেবাশীষ বলেন, ‘আমাদের অভিজ্ঞাতা বলে, দুই সপ্তাহের মধ্যে ব্যথা তীব্রতা কমে আসে। ব্যথা কমে এলে সে ধীরে ধীরে বোলিং শুরু করতে পারবে।’
বিশ্বকাপের আগে বাংলাদেশকে সামলাতে হচ্ছে ইনজুরির চিন্তা। এর আগে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, সাইফউদ্দিনের পর চোটের তালিকায় যোগ হলো মোস্তাফিজের নাম।
সুত্র :আজকালের খবর
Leave a Reply