প্রতিদিনের খবর ডেস্ক :
অসংখ্য জনপ্রিয় নাটকের অভিনেতা আজিজুল হাকিম এখন নির্মাণে বেশি মনোযোগী। সম্প্রতি তিনি নতুন নাটক নির্মাণ করলেন। তার নির্দেশিত ওই নাটকে অভিনয় করলেন ছোটপর্দার দুই পরিচিত মুখ সমাপ্তি মাশুক ও অপর্ণা ঘোষ।
রাঙামাটি, বান্দরবনের বিভিন্ন দুর্গম এলাকায় সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে বলে জানান সমাপ্তি মাশুক। এই অভিনেতা বললেন, নাটকটির নাম ‘স্বপ্নের নীল থামি’। লিখেছেন জিনাত হাকিম। ‘থামি’ হলো উপজাতিদের ঐতিহ্যবাদি একটি পোশাকের নাম।
তিনি বলেন, এই নাটকের মাধ্যমে প্রথমবার আজিজুল হাকিম ভাইয়ের নির্দেশনায় কাজ করলাম। চমৎকার অভিজ্ঞতা হলো। উনি খুব ধরে ধরে কাজটি করেছেন। তবে ওনার স্ত্রী জিনাত হামিকের নির্দেশনায় আগে কাজ করেছি।
নির্মাতা সেদিক থেকে আইকনিক হিসেবে নামটা রেখেছেন বলে জানান সমাপ্তি। এ নাটকটি নির্মিত হয়েছে রাঙামাটির উপজাতি অধ্যুষিত এলাকায়। সমাপ্তি মাশুক বলেন, একঘণ্টার নাটকের শুটিং হয় দুদিনে। কিন্তু আমরা ওইসব এলাকায় গিয়ে চারদিন ধরে শুটিং করেছি। স্থানীয় উপজাতিদের ভাষা এবং চট্টগ্রামের আঞ্চলিক ভাষার মিশ্রণ নাটকে ব্যবহার করা হয়েছে।
অনেকেই ধারণা করেন উপজাতিরা স্বভাবে একটু অন্যরকম, নিজেদের সম্প্রদায়ের বাইরে মেশেন না। কিন্তু এমনটা পুরোপুরি ভুল, বললেন সমাপ্তি। তার ভাষ্য, তারা খুবই মিশুক। আমাদের অনেক সাহায্য করেছেন। সেখানে শুটিং হাউজ নেই। উপজাতিদের বাড়িতে গিয়ে শুটিং করেছি। তারা একেবারেই ‘মাই ডিয়ার’ প্রকৃতির।
নাটকের গল্পে দেখা যাবে, সমাপ্তি মাশুক বসবাস করেন উপজাতিদের সঙ্গে। ইঞ্জিনিয়ারিং বিষয়ে লেখাপড়া করলেও একটা সময় তিনি পাহাড়ে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে যান। অপর্ণাকে দেখা যাবে স্থানীয় স্কুলের শিক্ষিকা হিসেবে। একটা সময় তাদের মধ্যে একটা সখ্যতা গড়ে ওঠে। এরপর গল্পের মোড় নেয় অন্যদিকে।
আসন্ন ঈদুল আযহায় একটি বেসরকারি চ্যানেলে ‘স্বপ্নের নীল থামি’ প্রচার হবে বলে জানা যায়।
ছোটপর্দার ব্যস্ত অভিনেতা সমাপ্তি মাশুক খণ্ড নাটকের পাশাপাশি ধারাবাহিক নাটকেও কাজ করছেন।
জানালেন, কাঁচের পুতুল, ঘরে বাইরে এবং মান অভিমান নামে তিনটি মেগা ধারাবাহিক নাটকে কাজ করছেন। এছাড়া কদিন আগে মুক্তি পেল তার অভিনীত ছবি ‘আব্বাস’। সেখানে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে কাজ করে প্রশংসা পেয়েছেন সমাপ্তি মাশুক। সুত্র : আজকালের খবর
Leave a Reply