প্রতিদিনের খবর ডেস্ক :
ভিন্নমাত্রা মিডিয়া ভিশন জুরিবোর্ড কর্তৃক সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য প্রতিবছর একজন প্রবীণ ও একজন নবীন সাহিত্যিককে এই পুরস্কার দেওয়া হয়।
এবছর সাহিত্যেকে পুরস্কার মনোনীত হয়েছেন প্রবীণ শিশুসাহিত্যিক আলেয়া বেগম ও নবীন সাহিত্য শ্রেণীতে পুরস্কার মনোনীত হয়েছেন রফিকুল ইসলাম প্রিন্স।
এশিয়ান ইউনিভার্সিটির অডিটোরিয়াম (এইউবি) উত্তরাতে শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান উদ্বোধন করেন, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও উপাচার্য প্রফেসর ড.আবুল হাসান মুহাম্মাদ সাদেক।
অধ্যক্ষ হেলাল উদ্দিন সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী (সাবেক) সৈয়দ দীদার বখত। প্রধান আলোচনা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকু এম.পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাঃ ডি আই জি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, মেট্রোরেলের চীপ ইঞ্জিনিয়ার প্রকৌশলী মাইন উদ্দিন আহমেদ, ড.সৈয়দ আজিজ, প্রফেসর এমদাদুল হক খান, নাট্য ও অভিনেতা পীর জাদা শহিদুল হারুন, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মোবারক হোসেন, মাসুম বিল্লাহ প্রমূখ।
এই সময় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক, ডাক্তার, প্রকৌশলী,বিভিন্ন ইউনিভার্সিটির অধ্যাপক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।
প্রফেসর ড.আবুল হাসান মুহাম্মাদ সাদেক বলেন, বর্তমান সমাজে আমরা নৈরাজ্য দেখি, হানাহানি, মারামারি। মানুষের মাঝে অবক্ষয় স্পষ্ট ফুটে উঠেছে।আর এসব অবক্ষয় দূর করতে পারে সৃজনশীল নানা কর্ম। ভিন্নমাত্রা সাহিত্য পুরস্কার এই অঙ্গনের মানুষদের অনুপ্রেরণা দেবে।
শামসুল হক টুকু এম.পি বলেন, ভিন্নমাত্রা সাহিত্য পুরস্কার বাংলা সাহিত্যকে এগিয়ে নিবে। লেখকদের অনুপ্রাণিত করবে। লেখক নতুন নতুন বই উপহার দিবে এতে করে অসংখ্য পাঠক তৈরি হবে। তরুণ লেখকদের উৎসাহিত করা আমাদের খুব দরকার। আশা করি ভিন্নমাত্রা এই কাজ সবসময় করে যাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি দু’জন কথাসাহিত্যিকের হাতে পুরস্কার ক্রেস্ট, সনদ ও উত্তরীয় তুলে দেন।
পুরস্কার অনুষ্ঠানে ঢাকা এ্যাটাক মুভির গুণী শিল্পী ও বিভিন্ন টেলিভিশন মিডিয়ার নিয়মিত শিল্পদের গানে পুরো অনুষ্ঠানকে আরো প্রানপন্ত করেছে।
রফিকুল ইসলাম প্রিন্স ইতিমধ্যে ছয়টি বই লেখেছে।তার সবকয়টি বই পাঠক প্রিয়। ২০২০ বইমেলায় নতুন দুটি বই প্রকাশ হবে। একটা উপন্যাস (অণু) অন্যটা গল্প গ্রন্থ(সীমান্ত)।
[/dropcap]
[dropcap][/dropcap]
Leave a Reply