শিরোনাম:
পাঁচপাড়া আদর্শ সমাজ কল্যাণ পাঠাগার মিনিবার ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হানিফ মিয়াজীর বাজার ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন চন্দ্রগঞ্জে নিরাপদ সড়ক চাই উপলক্ষে বণার্ঢ্য র‌্যালী ও আলোচনা সভা চন্দ্রগঞ্জে “শহীদ জিয়া স্মৃতি সংসদের” নতুন কার্যালয় উদ্বোধন জাতীয়তাবাদী শ্রমিকদলের মতবিনিময় সভা লক্ষ্মীপুরে সিলিন্ডার বিস্ফোরণে নিহত -৩, আহত ২০জন কফিল উদ্দিন বিশ্ববিদ্যাল কলেজ সভাপতির আগমন উপলক্ষে আনন্দ মিছিল লক্ষ্মীপুরের পাঁচপাড়া উচ্চ বিদ্যালয়ে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত অপরাধ কমাতে সিসিটিভি ক‍্যামেরার ভূমিকা চন্দ্রগঞ্জ দলিল লেখক কল্যান সমিতির সভাপতি কাউছার, সম্পাদক মহিন

একই দিনে ৪ দেশের ১২ নারীর এক সাথে ইসলাম ধর্ম গ্রহন!

Reporter Name
  • Update Time : সোমবার, এপ্রিল ১৫, ২০১৯
  • 174 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

গত কয়েকদিন আগে সৌদি আরবের জেদ্দায় বিভিন্ন দেশের ১২ জন নারী ইসলাম গ্রহণ করেছেন। জেদ্দার মাওলানা হিফজুর সোহারভি একাডেমিতে তারা সবাই একই সাথে ইসলাম গ্রহণ করেন।

নওমুসলিমারা ইন্ডিয়া, ব্রিটেন, ফিলিপাইন এবং শ্রীলংকার নাগরিক। ইসলাম গ্রহণকারী নারীরা জানান, শান্তি ও নিরাপত্তার জীবন ব্যবস্থা ইসলাম গ্রহণে তাদের অনেক প্রতিবন্ধকতাকে জয় করতে হয়েছে। অনেক বাধা অতিক্রম করতে হয়েছে।

ইসলাম গ্রহণকারী এ নতুন মুসলিম নারীদের জন্য জেদ্দার মাওলানা হিফজুর রহমান সোহারভি একাডেমি একটি অনুষ্ঠানের আয়োজন করে। যেখানে নওমুসলিমারা নিজেদের অনুভূতি প্রকাশ করেন।

এদের মধ্যে দন্তচিকিৎসক ইমান একজন। তিনি জানান অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসতে তাকে অনেক বাধা অতিক্রম করতে হয়েছিল। ইসলাম গ্রহণের আগে তিনি খ্রিস্টান ধর্মে বিশ্বাসী ছিলেন।

শুধু তাই নয়, ইসলাম গ্রহণের আগে তিনি তার শহর পল্লীতে একটি গির্জাও নির্মাণ করেন। জীবনের কোথায় যেন তার অপূর্ণতা রয়েছে। সে অপূর্ণতা থেকেই তিনি ইসলামের শান্তি নিরাপত্তা চাদরে নিজেকে আবৃত করে নেন।

তবে তিনি জানান, সর্ব প্রথম তিনি সুরা ফাতেহা তেলাওয়াত করেছিলেন। যাতে হৃৎস্পন্দন বেড়ে যায়। দীর্ঘ দিন আগে (২০০১) ইসলাম গ্রহণকারী নারী এলিনা। ইসলাম গ্রহণের আগে তিনি ক্যাথলিক ছিলেন।

তার সহকর্মীরা তাকে ইসলাম সম্পকে জানার জন্য গাইড দিয়েছিলেন। ইসলামের বিষয়ে পড়াশোনায় তাকে অনেক বই সরবরাহ করেছিল।

ইসলাম গ্রহণকারী আরেক নারীর নাম আয়শা। তার জন্য পবিত্র কুরআনুল কারিমের তেলাওয়াত ছিল রোমাঞ্চকর অভিজ্ঞতা। সে অভিজ্ঞতার বর্ণনা প্রচণ্ড আবেগে তিনি ভাষায় প্রকাশ করতে পারেননি।

অনেক ইসলামি বইয়ের ইংরেজি অনুবাদ পড়ার পাশাপাশি কুরআনের ইংলিশ ভার্ষণে পড়াশোনায় তাকে ইসলামের দিকে ধাবিত করে। এসব বই ও কুরআন পড়ে তিনি নিশ্চিত হয়েছিলেন যে, ইসলাম শান্তি ও নিরাপত্তা অনন্য জীবন ব্যবস্থা।

ফাতেমা নামে আরেক নারী ইসলাম গ্রহণ করায় অনেক বিড়ম্বনার শিকার হয়েছেন। তিনি অনেক দৃঢ়তা ও সাহসিকতা দিয়ে সেসব সমস্যার মোকাবেলা করেছেন। ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। যা মহান আল্লাহর একান্ত রহমত ও সাহায্য ছাড়া সম্ভব হতো না বলেও জানান তিনি।

উম্মে হুদাইফা যখন ইসলমি বই ও সাহিত্যের দিকে নজর দেন, তখনই তিনি ইসলামের প্রতি দুর্বল হন। আর ইসলামে পেয়ে যান জীবনের সফলতার মূলমন্ত্র ও দুনিয়ার পরকালের যুক্তিযুক্ত সিদ্ধান্ত ফয়সালা।

জেদ্দার এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উম্মে হুদাইফা। তার ইসলাম গ্রহণও ছিল বিশেষ বিষয়। কারণ তিনি ইসলাম গ্রহণের আগে বৌদ্ধ ও হিন্দু ধর্মের ওপর পড়া শোনা করেছেন। কোনো ধর্মই তাকে শান্তি দিতে পারেনি। সন্তুষ্ট করতে পারেনি তাকে।

আরো পড়ুন: “ইসলাম ধর্মে এসে হতাশাগ্রস্ত জীবন থেকে মুক্ত হলাম”

ইসলাম ধর্ম গ্রহণ করে জীবনের মর্ম বুঝেছি। একটা সময় ছিল যখন রীতিমতো হতাশায় ছিলাম। সে সময় শুধু ভাবতাম জীবন মানে পড়াশুনা, কাজ, বিয়ে ও সংসার।

কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হওয়ার পর জীবনের মর্ম বুঝেছি। এমনটাই বলছেন এক তরুণী। মহান আল্লাহর এবাদতের জন্য এখন আমার এ জীবন।

এই কথাগুলো বলেছেন জাপানি এক তরুণী যিনি বৌদ্ধ ধর্মানুসারী ছিলেন পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মুসলমান হন।জানা গেছে, জাপানি ওই তরুণীর নাম নুর আরিসা মরিয়ম।

তিনি বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন। তবে ছোট বেলা থেকে বেড়ে উঠেছেন জাপানের রাজধানী টোকিওতে। শান্তির র্ধম ইসলাম গ্রহণের কারণ হিসেবে নুর আরিসা মরিয়ম বলেন,

টোকিওতে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমার মেজর বিষয় ছিল মালেশিয়ান স্টাডিজ। এতে একটি লেকচারে হিজাবি একজন মুসলিম নারীর বিষয় পড়ানো হয়।ওই তরুণী বলেন, এ সময় আমি ইসলাম ধর্ম সম্পর্কে জানতে পারি।

অবশ্য একপর্যায়ে তিনিও তা মেনে নেয়।বৌদ্ধ থেকে মুসলিম হয়ে আরিসা বলেন, আমি জানি আমার জীবনে এখনও অনেক সমস্যা ও চ্যালেঞ্জ আছে। কিন্তু এসব সমস্যা ও চ্যালেঞ্জ আল্লাহর দেয়া পরীক্ষা। বলেন, যুক্তরাজ্যে বসবাসকারী জাপানি তরুণী নুর আরিসা মরিয়ম।

পরে অনেক মুসলিমদের সাথে আমি দেখা করি এবং একটা পর্যায় গিয়ে আবিষ্কার করি ইসলাম ধর্ম হল শান্তির জন্য।এদিকে, আরিসার ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি ভালোভাবে মেনে নিতে পারেন নি তার মা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares