বিনোদন ডেস্ক :
সময়ের আলোচিত গীতিকার শাহরিয়ার শাওন।সাম্প্রতিক সময়ে যিনি বেশ আলোচনায় তার লিখা চমৎকার গানের মাধ্যমে।
ইতিমধ্যে গুনী কণ্ঠশিল্পী সহ উদীয়মান কন্ঠশিল্পীদের কন্ঠে প্রকাশিত হয়েছে প্রায় অর্ধশত গান। সব মিলিয়ে বেশ আলোচনায় সবার প্রিয় এই নক্ষত্র।
পেশায় একজন শিক্ষক শাহরিয়ার শাওন।তবু ও গানই যেন নেশা।সময় পেলেই গান লিখতে বসে পড়েন, আবার কোন শিল্পী অথবা প্রোডিউসার গানের থিম বললেই লিখে পেলেন চমৎকার কথামালার গান।এমনটাই জানালেন এই আলোচিত এই গীতিকার।
ময়মনসিংহ জেলার নান্দাইলে জন্ম নেয়া এই গীতিকবি নিজেকে একজন গীতিকার হিসেবে দেখতে চেয়েছেন ছোট বেলা থেকে।তাই স্কুল জিবন থেকেই গান, কবিতা,উপন্যাস ও ছড়া লিখতেন দৈনন্দিন পড়ার পাশাপাশি রুটিন করেই।বর্তমানে প্রায় ছয়শত উপরে গান লিখা আছে তার নিজস্ব পান্ডুলিপিতে।
এপর্যন্ত ফোক শিল্পী শামীম আশিক,পূর্ণ মিলন,অবিনাশ বাউল,এসএম শরৎ,শাহাদাৎ, বিন্দিয়া খাঁন,রাজু মন্ডল, রাজিব বাউল,জাহাঙ্গীর শিপন,কামরুজ্জামান রাব্বি,আবু সাঈদ,শাহিন খান,জাকির নানা সহ অনেকে গেয়েছেন প্রিয় এই গীতিকারের লিখা গান।
সম্প্রতি জিসিরিজ থেকে প্রকাশিত পূর্ণ মিলনের গাওয়া আলোচিত গান কুমার পোড়ায় গানটিও লিখেছেন শাহরিয়ার শাওন।গানটির জন্য বেশ প্রশংসা কুড়িয়েছেন জনপ্রিয় এই গীতিকার।
জানতে চাইলে শাহরিয়ার শাওন বলেন,গানই আমার স্বপ্ন, গানই আমার সাধনা,আমৃত্যু গান লিখে যাবো।আমি ছোটবেলা থেকেই সখের বশে গান লিখতাম।আজ আমার লিখা গান পছন্দের প্রিয় শিল্পীরা গাচ্ছে,তা ভাবতেই ভালো লাগছে। আমি যতদিন বেঁচে থাকবো গান লিখে যাবো, আমার লিখা গানের মাধ্যমে আমি সবার অন্তরে জায়গা করে নিতে চাই
Leave a Reply