ইসলামিক ডেস্ক :
প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সীমিত সংখ্যক হাজির অংশগ্রহণে এবারের হজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয়গণমাধ্যম।
গতকাল সোমবার (২২ জুন) দেশটির হজ এবং ওমরা মন্ত্রণালয়ের বরাতে আরব নিউজের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।
এতে আরও বলা হয়, করোনার কারণে সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে এবারের হজ। এতে কেবলমাত্র সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকরা স্বাস্থ্যবিধি মেনে অংশ নিতে পারবেন। নতুন করে কেউ হজ পালনের উদ্দেশ্যে দেশটিতে যেতে পারবেননা বলেও জানানো হয়।
করোনার কারণে এবারের হজ অনুষ্ঠিত হওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এলো এমন সিদ্ধান্ত। সম্প্রতি মক্কার প্রায় ১৫শ’ মসজিদ খুলে দেয়ার পরই হজ নিয়ে আশার আলো দেখতে শুরু করেন দেশটির সাধারণ মানুষ।
Leave a Reply