বিনোদন রিপোর্টঃ
হালের জ্বলে উঠা এক গীতিনক্ষত্রের নাম গীতিকবি ফকির হযরত শাহ্।
সম্প্রতি সময়ে উদীয়মান কণ্ঠশিল্পীরা ছাড়া ও গুনী এবং জনপ্রিয় শিল্পীরা গেয়েছেন এই গীতিকবির লিখা গান।
গতানুগতিক ধারার বাহিরে ও লিখার বৈচিত্র্যতায় নিজের শক্ত অবস্থান ইতিমধ্যে জানান দিয়েছেন প্রিয় এই গীতিকবি।
প্রাণ পাখি শিরোনামের গান দিয়ে গেলো বছর গীতিকার হিসেবে আত্মপ্রকাশ করেন এই গীতিকবি। ফোক ধাঁচের চমৎকার গানটি গেয়েছিলেন উদীয়মান কণ্ঠশিল্পী শাকিল।
পরবর্তীতে তার লিখা গান কামরুজ্জামান রাব্বি কন্ঠে দুই নয়নের আলো,প্লাবন কোরেশীর কন্ঠে ভালোবাসার নাম নেবো না মুখে ও ভাঙ্গা মন,শামিম আশিকের কন্ঠে প্রেম মুলে সব ফাঁকি ও মন পাপিয়া,জনপ্রিয় এবং গুনী কণ্ঠশিল্পী দিলরুবার কন্ঠে আমার অস্তিত্ব,শাকিলের কন্ঠে “ধোঁকা”প্রকাশিত হয়।
আসন্ন ঈদে প্রকাশের অপেক্ষায় রয়েছে ফোক কিংবদন্তী দিলরুবা খানের কন্ঠে ভুল নিলামে বিকাইছি মন, “জনম গেলো ভুলে ভুলে” খ্যাত শাহিন খানের কন্ঠে পোঁড়া কয়লা,জনপ্রিয় কণ্ঠশিল্পী এসএম সোহেলের কন্ঠে “তোর ছলনায়”, জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমন খানের কন্ঠে ব্যার্থপ্রেমিক শিরোনামের গান।
এছাড়া সাকিলের কন্ঠে দুঃখের ফেরিওয়ালা শিরোনামের একটি চমৎকার ফোক গান ও রয়েছে প্রকাশের অপেক্ষায়।
জানতে চাইলে ফকির হযরত শাহ্ বলেন,আমি যখন ষষ্ঠশ্রেণীতে পড়ি তখন থেকে সখের বশে গান লিখা শুরু করি।মনের জিইয়ে রাখা স্বপ্ন ছিল একজন গীতিকার হিসেবে গানের সাথে সখ্যতা গড়বো।আজ স্বপ্নের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি শুধুমাত্র সবার ভালোবাসা নিয়ে।আমি বিশেষ করে প্লাবন কোরেশী, দিলরুবা আপার কাছে কৃতজ্ঞ আমার লিখা গান গাওয়ার জন্য। সবার ভালোবাসা নিয়ে নিজেকে এগিয়ে নিতে চাই।
Leave a Reply