শিরোনাম:
পাঁচপাড়া আদর্শ সমাজ কল্যাণ পাঠাগার মিনিবার ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হানিফ মিয়াজীর বাজার ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন চন্দ্রগঞ্জে নিরাপদ সড়ক চাই উপলক্ষে বণার্ঢ্য র‌্যালী ও আলোচনা সভা চন্দ্রগঞ্জে “শহীদ জিয়া স্মৃতি সংসদের” নতুন কার্যালয় উদ্বোধন জাতীয়তাবাদী শ্রমিকদলের মতবিনিময় সভা লক্ষ্মীপুরে সিলিন্ডার বিস্ফোরণে নিহত -৩, আহত ২০জন কফিল উদ্দিন বিশ্ববিদ্যাল কলেজ সভাপতির আগমন উপলক্ষে আনন্দ মিছিল লক্ষ্মীপুরের পাঁচপাড়া উচ্চ বিদ্যালয়ে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত অপরাধ কমাতে সিসিটিভি ক‍্যামেরার ভূমিকা চন্দ্রগঞ্জ দলিল লেখক কল্যান সমিতির সভাপতি কাউছার, সম্পাদক মহিন

হালের জ্বলে উঠা সঙ্গীত তারকা এসএম সোহেল

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ২১, ২০২০
  • 328 Time View

 

বিনোদন রিপোর্টঃ

সময়ের জ্বলজ্বলে সঙ্গীত তারকা সঙ্গীতশিল্পী,গীতিকার ও সুরকার এসএম সোহেল।
নিজের লিখা সুরে বেশ কয়েকটি গান ইতিমধ্যে বেশ প্রশংসিত হয়েছে শ্রোতা মহলে। এছাড়া সম্প্রতি গুনী গীতিকার,সুরকার ও সঙ্গীত পরিচালকের সাথে ও কাজ করেছেন উদীয়মান এই শিল্পী।

নোয়াখালী জেলার বেগমগন্জ থানায় জন্ম ও বেড়ে উঠা প্রিয় এই মানুষটির ছোট বেলার স্বপ্ন ছিল নিজেকে সঙ্গীতের চাদরে জড়িয়ে রাখা।তাই তো শত প্রতিকূলতার মাঝেও নিজেকে গানের সাথে জিইয়ে রাখার চেষ্টা করেছেন এই সঙ্গীত প্রিয় মানুষটি।

“শিশির হয়ে এলে তুমি”ও “বন্ধুর জানালা”এলবামের মাধ্যমে ২০১৩সালের শেষের দিকে গানের বাজারে আত্মপ্রকাশ করেন এসএম সোহেল।এলবাম দুটিতে সহশিল্পী হিসেবে এই শিল্পীর সাথে ছিলেন জনপ্রিয় শিল্পী শাহনাজ বেলী,স্বীকৃতি,নির্ঝর,ক্ষুদে গানরাজ প্রান্তি ও সজিব দাস।

পরবর্তী সময়ে সিডি চয়েজ মিউজিকের ব্যানারে “মন পবনের নাও”সঙ্গীতা সেলিম খাঁন প্রেজেন্টস অচিনপুর ও “সোনাপাখি” শিরোনামের গান সহ বেশ কয়েকটি মিউজিক ভিডিও ইউটিউবে সমানতালে জনপ্রিয়তা পায়।এপর্যন্ত ত্রিশটির অধিক মৌলিক গান প্রকাশ পেয়েছে প্রিয় এই কন্ঠ শিল্পীর।

গেলো ঈদে এই শিল্পীর পাঁটিটি মৌলিক গান ইউটিউবে বিভিন্ন কোম্পানিতে প্রকাশিত হয়েছে।গান গুলো হলো আহমেদ ইসহাকের লিখা “পোষাপাখি”, মহিম খানের লিখা সুরে “কপাল”,ফকির হযরত শাহর লিখা ও প্লাবন কোরেশীর সুরে “তোর ছলনা”,এমডি জামালের লিখা ও আল-আমীন খানের সুর সঙ্গীতে “বন্ধুর বাড়ি” ও “কেন ভুলে গেলে আমারে”গানগুলো।চমৎকার ফোক ধাঁচের গানগুলো শ্রোতা মহলে ইতিমধ্যে বেশ প্রশংসিত হয়েছে।

জানতে চাইলে জনপ্রিয় এই শিল্পী বলেন,আমি ছোট বেলা থেকে নিজে নিজে একাকীত্বে গুনগুনিয়ে গান করতাম।গানই আমার স্বপ্ন, ধ্যানজ্ঞান ছিল, ভাবতাম একদিন আমি গানের মাধ্যমেই মানুষের মনে জায়গা করে নিবো।স্বপ্ন পথে তাই আস্তে আস্তে নিজেকে এগিয়ে নেয়ার চেষ্টা করছি মাত্র।এখন সঙ্গীত আমার নেশা ও পেশা।সবার ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares