কোন উপমাতেই চিত্রনায়িকা অঞ্জনাকে মাপা যাবে না। এক সময় সাবলীল অভিনয় আর নাচে কাঁপিয়েছেন বড় পর্দা। সমসাময়িকদের টেক্কা দিয়েছেন। আবারও টেক্কা দিলেন তবে সেটা অভিনয়ে নয়, দানে।
অঞ্জনা সুলতানা বরাবরই দেদারহস্ত। এটা সর্বজন বিদিত। সেটার প্রমাণ দিলেন নিজের প্লট ডেভলপারকে দেওয়ার সাইনিং মানি থেকে একটা অংশ শিল্পী সমিতিতে অনুদান দিয়ে।
জানা গেছে, উত্তরায় তিন কাঠার প্লটটি একটি ডেভলপার কোম্পানির সঙ্গে তার চুক্তি হয়। অঞ্জনা সেখান থেকে পাওয়া অর্থ যার পরিমাণ এক লাখ টাকা (নগদ) আজ সন্ধ্যায় শিল্পী সমিতির নেতৃবিন্দের হাতে তুলে দেন। এ সময় সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, অপূর্ব রানা, হাবিবুল ইসলাম হাবিব, প্রযোজক খোরদেশ আলম খসরু উপস্থিত ছিলেন।
অনুদানের বিষয়টি নিশ্চিত করেছেন বদিউল আলম খোকন। তিনি বলেন, এ ঘটনা সব মহলের জন্য উদাহরণ হয়ে থাকবে। যেখানে অনেকেই অনুদান গ্রহণ করছেন সেখানে অঞ্জনা অনুদান দিয়ে বিশাল শিল্পী পরিবারের পাশে মায়ের মমত্ব দিয়ে দাঁড়িয়েছেন।
ক’দিন আগেও আহমেদ শরীফ যেখানে প্রধানমন্ত্রী থেকে অনুদান গ্রহণ করে বিতর্কিত হয়েছেন, অঞ্জনার এ দান শিল্পীদের বিষয়ে ইতিবাচক ধারণা তৈরি করবে বলে একাধিক শিল্পী-পরিচালকরা মনে করছেন।
প্রসঙ্গত, বাংলাদেশ চলচ্চিত্রে সোনালী সময়ের শিল্পীরা অনেকেই অভিনয়ের সঙ্গে নেই। দরিদ্রতার মধ্য দিয়ে এসে নিজেদের অভিনয় গুণে দর্শক নন্দিত হয়েছেন, হয়েছেন বিত্তশালী কিন্তু শেষ বিকেলে তাদের অনেককেই পাওয়া যায় না অসহায় দুস্থ শিল্পীদের পাশে। এ কাতারে দেশবরেণ্য কবরী, শাবানা, ববিতা, সুচন্দা রোজিনা, অলিভিয়া, শাবনূর, মৌসুমীদের নাম চলে আসে।
সুত্র : আজকালের খবর
Leave a Reply