প্রতিদিনের খবর ডেস্ক :
ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ সংগঠন ফিলিস্তিনের ‘ঐতিহাসিক বিজয়ে’ অভিনন্দন জানিয়েছে। ১১ দিন যুদ্ধের পর ইসরাইল ও গাজা মিলিশিয়াদের মধ্যে শুক্রবার একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ায় তারা এ অভিনন্দন জানালো। খবর এএফপি’র।
এক বিবৃতিতে এ শিয়া যোদ্ধা গ্রুপ বলেছে, ইহুদি শত্রুদের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় অর্জন করায় হিজবুল্লাহ ফিলিস্তিনের বীর নাগরিকদের প্রতি অভিনন্দন জানাচ্ছে।
উল্লেখ্য, গাজার কট্টর ইসলামপন্থী সংগঠন হামাসের শাসকদের সাথে হিজবুল্লাহ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
বছরের পর বছর ধরে চলা সংঘাত নিরসনে শুক্রবার রাত ২ টায় মিশরের মধ্যস্থতায় এ যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করা হয়।
এদিকে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, গাজায় ইসরাইলের ব্যাপক বিমান হামলায় ২৩২ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। এদের মধ্যে ৬৫ শিশু রয়েছে।
ইসরাইলি পুলিশ জানায়, গাজা থেকে ইসরাইলে ছোড়া বিভিন্ন রকেট হামলায় ১২ জন নিহত হয়েছে। এদের মধ্যে দুই শিশু ও ইসরাইলি এক সৈন্য রয়েছে
Leave a Reply