প্রতিদিনের খবর ডেস্ক :
গাজায় যুদ্ধবিরতি উপলক্ষে আল আকসায় ফিলিস্তিনিদের উদযাপনে বাধা দিয়েছে ইসরাইল। শুক্রবার (২১ মে) জুমার নামাজের পর ফিলিস্তিনিদের উদযাপনে হামলা চালায় দেশটির নিরাপত্তা বাহিনী।
প্রত্যক্ষদর্শীদের বরাতে আল জাজিরা জানিয়েছে, নামাজের পর হামাস ও ইসরাইলের মধ্যকার যুদ্ধবিরতি উদযাপনে আল আকসা প্রাঙ্গণে অবস্থান করছিলেন ফিলিস্তিনিরা। তারা গান গেয়ে, স্লোগান দিয়ে আনন্দ প্রকাশ করছিলেন। জেরুজালেম থেকে আল জাজিরার সাংবাদিক ইমরান খান জানান, ফিলিস্তিনিরা যখন উদযাপনের আনন্দে ডুবে ছিলেন, তখন ইসরাইলি পুলিশ তাদের ওপর স্টান গ্রেনেড, স্মোক বোমা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে থাকে।
এদিকে যুদ্ধবিরতি হলেও হামাসের রাজনৈতিক শাখার নেতা ইজ্জাত আল-রাসিখ বলেছেন, ইসরায়েলকে অবশ্যই জেরুজালেমে ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে এবং গাজায় বোমা হামলায় ধ্বংসযজ্ঞের ক্ষতিপূরণ দিতে হবে।
কাতারের দোহায় বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, যুদ্ধ বন্ধ হলেও আমাদের হাত বন্দুকের নলেই রয়েছে। ইসরাইলি প্রধানমন্ত্রী ও বিশ্ববাসীর জেনে রাখা উচিত যে, আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত।
গত ১১ দিনের লড়াইয়ে ইসরাইলি বিমান হামলায় গাজায় ২৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ছোঁড়া রকেটে ১২ ইসরাইলি নিহত হয়েছেন।
Leave a Reply