প্রতিদিনের খবর ডেস্ক :
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বাড়ির পাশে একটি জায়গা থেকে বিমান ধ্বংসকারী অস্ত্রের গুলি উদ্ধার করা হয়েছে।
দেশটির সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবদেন শনিবার এতথ্য জানানো হয়।
বৈদেশিক দূতাবাসের একজন কর্মকর্তার দেওয়া খবরে ইসলামাবাদের বানিগালায় প্রধানমন্ত্রী ইমরানের বাড়ির আধা কিলোমিটার দূরের একটি প্লটে অভিযান চালানোর পর ওই গুলিগুলো উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ডন জানায়, খবর পেয়ে শুরুতে পুলিশের একটি পেট্রোল টিম ওই বাড়িটি এলাকা ঘিরে ফেলে। এরপর সন্ত্রাস দমনের বিশেষ দলসহ পুলিশের টিম, বোমা নিষ্ক্রিয়কারী দল ও অপরাধ তদন্তকারী সংস্থার লোকজন ঘটনাস্থলে অবস্থান নেন।
পুলিশের একজন কর্মকতা জানান, অভিযানে বিমান ধ্বংসকারী ১৮টি তাজা গুলি উদ্ধার হয়েছে। গুলিগুলোর ব্যাপ্তি ৩০ এমএম। পুরনো হওয়ায় রঙ কিছুটা উঠে গেছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আবাসস্থল থাকার কারণে ওই এলাকায় নিয়মিত তল্লাশি চালানো হয়। সম্প্রতি এলাকাটিকে নিরাপদ হিসেবে ঘোষণা করা হয়েছে।
পুলিশের এ কর্মকর্তা বলেন, দুই একদিনের মধ্যে গুলিগুলো কেউ এনে লুকিয়ে রেখেছিলেন বলে ধারণা করা হচ্ছে। এগুলি উদ্ধারের পর ফরসেনিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
সুত্র : আজকালের খবর
Leave a Reply