মো: ইসমত দ্দোহা বাবু:
বেসরকারি গ্রন্থাগারিকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় গ্রন্থকেন্দ্র চারদিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। আজ সোমবার (৫ মে) জাতীয় গ্রন্থকেন্দ্রের মিলনায়তনে এই কর্মশালার উদ্বোধন হয়।
প্রশিক্ষণ কর্মশালাটি চলবে আগামী ৮ মে ২০২৫ পর্যন্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ফরহাদ সিদ্দিক।
জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রের গ্রন্থাগারিক ও উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. ফরিদ উদ্দিন সরকার। সঞ্চালনা করেন সহকারী পরিচালক মোহাম্মদ ইনামুল হক।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বেসরকারি গ্রন্থাগারসমূহ নিজস্ব উদ্যোগে প্রান্তিক জনগণের মধ্যে পাঠকসেবা ছড়িয়ে দিচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়। হতাশ না হয়ে কাজ চালিয়ে যেতে হবে। তিনি জানান, জাতীয় গ্রন্থকেন্দ্র অনলাইনে একটি বেসরকারি গ্রন্থাগার নির্দেশিকা সফটওয়্যার তৈরি করেছে, যা গ্রন্থাগারসমূহের মধ্যে সংযোগ বাড়াতে সহায়ক হবে।
সভাপতির বক্তব্যে আফসানা বেগম বলেন, সারাদেশে পরিদর্শনের মাধ্যমে সক্রিয় ও কার্যকর বেসরকারি গ্রন্থাগারসমূহকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। এই প্রশিক্ষণ তাদের সেবা প্রদানে আরও দক্ষ করে তুলবে।
প্রথম দিনের সেশনগুলো পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ মেজবাহ্-উল-ইসলাম, আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের উপপরিচালক মোঃ জামাল উদ্দিন, লেখক ও সম্পাদক সাজ্জাদ আরেফীন, জাতীয় গ্রন্থকেন্দ্রের উপগ্রন্থাগারিক মোঃ রাসেল রানা এবং সহকারী পরিচালক মো: মনিরুজ্জামান ফকির।
সারাদেশ থেকে আগত মোট ৬৯টি বেসরকারি গ্রন্থাগারের গ্রন্থাগারিক ও প্রতিনিধি এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।
Leave a Reply