নিজস্ব প্রতিনিধি:
ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ মে শনিবার বিকেল ৪টায় রাজধানীতে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ড. শাহজাহান মজুমদার। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করেন ধর্মবিষয়ক সচিব মুফতি মাওলানা আজিম উদ্দিন। সভা সঞ্চালনা করেন মহাসচিব মো. শামছুল আলম।
সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মনির হোসেন কাজী, মো. ফারুক হোসেন ও সৈয়দ ফয়জুল কবির, যুগ্ম মহাসচিব এ জেড এম মাইনুল ইসলাম পলাশ, সহ-সাংগঠনিক সচিব হুমায়ুন কবির, আন্তর্জাতিক বিষয়ক সচিব মাকসুদুল বারী স্বপন, মহিলা বিষয়ক সচিব নাজমা আক্তার নীলা, প্রচার ও প্রকাশনা সচিব মো. হোসেন, অর্থ সচিব খন্দকার তারিকুল ইসলাম এবং নির্বাহী সদস্য মুন্সি মো. আল ইমরান ও মো. ইসমত দ্দোহা প্রমুখ।
সভায় ড. শাহজাহান মজুমদার বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠিত প্রেস ক্লাবগুলো সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, মতপ্রকাশের স্বাধীনতা ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে অনেক প্রেস ক্লাব এখনো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধিত নয়, ফলে তারা সরকারি সুযোগ-সুবিধা, প্রশিক্ষণ এবং সাংগঠনিক স্বীকৃতি থেকে বঞ্চিত হচ্ছে।
তিনি আরও বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও গণমাধ্যমের বিকাশে এসব প্রেস ক্লাবকে একটি কেন্দ্রীয় সমন্বিত কাঠামোর আওতায় আনা প্রয়োজন। এতে একদিকে গণমাধ্যমের মান উন্নয়ন হবে, অন্যদিকে সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সহজ হবে।
মহাসচিব মো. শামছুল আলম বলেন, এফবিজেও সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি সাংবাদিকতার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধভাবে কাজ করে যাবে। তিনি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম পরিকল্পনায় সুনির্দিষ্ট প্রস্তাবনা দেওয়ার জন্য সদস্যদের প্রতি আহ্বান জানান।
সভায় আরও সিদ্ধান্ত গৃহীত হয়, সংগঠনের কার্যক্রম প্রচার ও প্রসারে সর্বাধুনিক ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে এবং দেশব্যাপী প্রেস ক্লাবগুলোকে এফবিজেও’র আওতায় আনতে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে।
Leave a Reply