বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের প্রত্যন্ত গ্রাম শংকরপুরে পরিবর্তনের হাওয়া বইছে। দীর্ঘদিন অবহেলিত এই গ্রামে নাগরিক সুবিধার অভাব থাকলেও স্থানীয় দুই তরুণ সমাজকর্মী মো: দেলোয়ার হোসেন (রাশেদ) ও মো: বেল্লাল হোসেন (বাবু) নিজেরা উদ্যোগ নিয়ে গ্রামীণ উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
রাশেদ স্থানীয়ভাবে যুব বিভাগের নেতৃত্বে এবং বাবু বিএনপির ওয়ার্ড কমিটির দায়িত্বে থেকে সমাজের জন্য একযোগে কাজ করছেন। ব্যক্তিগত অর্থায়নের পাশাপাশি প্রবাসী ও এলাকার দানশীল ব্যক্তিদের সহযোগিতা নিয়ে তারা ভাঙা রাস্তা মেরামত, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, মসজিদ ও মাদরাসা উন্নয়নের মতো কাজ বাস্তবায়ন করছেন।
২০২৪ সালের ভয়াবহ বন্যায় শংকরপুরের প্রতিটি পরিবারের পাশে ছিলেন এ দুই তরুণ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খাদ্য, চিকিৎসা ও আশ্রয়ের ব্যবস্থা করে তারা প্রশংসা কুড়িয়েছেন।
অবসরপ্রাপ্ত নৌসদস্য হুমায়ুন কবির বলেন, আমাদের গ্রাম দীর্ঘদিন সরকারি সহযোগিতা থেকে বঞ্চিত। তবে রাশেদ ও বাবু নিজেদের সামর্থ্য ও উদ্যোগে সমাজে পরিবর্তন আনছেন।
শংকরপুর জামে মসজিদের সভাপতি নুরুল হুদা জানান, তারা শতাধিক শিক্ষার্থীর জন্য নুরানি মাদরাসা প্রতিষ্ঠা করেছেন। এর মধ্যে ২৮ জন অসহায় শিক্ষার্থীকে বিনামূল্যে পড়াশোনার সুযোগ করে দিয়েছেন।
রাশেদ বলেন, আমাদের সামর্থ্য সীমিত হলেও সামাজিক দায়িত্ববোধ থেকে কাজ করছি। সরকারি সহযোগিতা পেলে উন্নয়ন কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে।
বাবু বলেন, এটা আমাদের নৈতিক দায়িত্ব। মসজিদ, মাদরাসা, অসহায় পরিবার ও তরুণদের খেলাধুলায় সহযোগিতা অব্যাহত থাকবে।
নাগরিক সুবিধা বঞ্চিত শংকরপুরে এই দুই তরুণের উদ্যোগ ইতোমধ্যে আলো ফেলেছে। তাদের প্রচেষ্টা শুধু গ্রাম নয়, পুরো ইউনিয়নের জন্যই অনুপ্রেরণার হয়ে উঠছে।
Leave a Reply