নিজস্ব প্রতিবেদক :
শিক্ষার মানোন্নয়ন ও বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে বুধবার সকালে পাঁচপাড়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি মোহাম্মদ আলী।
সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য সচিব মোহাম্মদ মহি উদ্দিন, অভিভাবক সদস্য মো. সেলিম, শিক্ষক প্রতিনিধি দেলোয়ার হোসেনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভাপতি মোহাম্মদ আলী তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শুধু পড়াশোনা নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও চরিত্র গঠনের দিকেও গুরুত্ব দিতে হবে। শিক্ষক-অভিভাবক ও স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টায়ই বিদ্যালয়কে এগিয়ে নেওয়া সম্ভব।
সভায় সদস্য সচিব ও প্রধান শিক্ষক মোহাম্মদ মহি উদ্দিন বলেন, বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও এগিয়ে নিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে সুসম্পর্ক ও সমন্বয় অত্যন্ত জরুরি। আমরা চাই শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় ভালো ফল করুক তা নয়, বরং তারা যেন আদর্শ মানুষ হয়ে সমাজে অবদান রাখতে পারে।
অভিভাবক সদস্য মো. সেলিম বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ের পরিবেশ সুন্দর রাখা ও উপস্থিতি বাড়াতে অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমরা সন্তানদের প্রতি যতটা দায়িত্বশীল হবো, তাদের ফলাফল ও ভবিষ্যৎ ততটাই উজ্জ্বল হবে।
শিক্ষক প্রতিনিধি দেলোয়ার হোসেন বলেন, শিক্ষার মানোন্নয়ন শুধু বিদ্যালয়ের একার দায়িত্ব নয়, এ দায়িত্বে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। নতুন প্রযুক্তি, আধুনিক শিক্ষা পদ্ধতি এবং শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাভাবনা বিকাশে শিক্ষকরা সর্বদা কাজ করে যাচ্ছেন।
সভায় আরও আলোচনা হয়—বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, পাঠদানের মান বৃদ্ধি, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ ও সহপাঠ কার্যক্রম জোরদার করার বিষয়ে।
সভা শেষে উপস্থিত সবাই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Leave a Reply