বিশেষ প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী চলছে লকডাউন। লক্ষ্মীপুরে লকডাউনের ৭ম দিনেও মানুষকে সচেতন করতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে জেলা শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসাইন।
অভিযান পরিচালনার সময় যত্রতত্র ঘুরা ফেরা করা ও মাস্ক না পরায় ১৭জনের কাছ থেকে ২হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মানুষকে সচেতন করতেও বিভিন্ন নির্দেশনা প্রদান করতে দেখা যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাজীব হোসাইন বলেন, মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এছাড়া যারা চলমান লকডাউনের ভিতরে বিভিন্ন অজুহাত দেখিয়ে চলাফেরা করছে তাদেরকেও কঠোরভাবে সর্তক করা হচ্ছে। মাস্ক পরা বাধ্যতামূলক করতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৭জনকে জরিমানা করা হয়েছে। লকডাউন কার্যকর করতে ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে এ ধরনের কর্মকান্ড চলমান থাকবে।
Leave a Reply