স্টাফ রিপোর্টার :
গীতিকার কামরুল হাসান সোহাগের লেখা গান “বলবো কাকে দু’টো মনের কথা” নিয়ে নির্মিত হচ্ছে নতুন একটি মিউজিক্যাল ফিল্ম। এটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা বিশাল আহমেদ ফরহাদ।এ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শামীম মাহমুদ। সংগীত পরিবেশন করেছেন স্বর্গের কণ্ঠ। প্রযোজনায় রয়েছে এলএসবি টিভি এবং তত্ত্বাবধানে আছে বিআরএস কথার ছবি।মিউজিক্যাল ফিল্মটিতে অভিনয় করেছেন নবাগত নায়ক হাবিবুর রহমান বাবু, নতুন মুখ নাজনীন, সাথী, লুৎফরসহ আরও অনেকে। সম্প্রতি এর শুটিং সম্পন্ন হয়েছে।
গানের রচয়িতা কবি-গীতিকার কামরুল হাসান সোহাগ বলেন, ল্প, গান, উপন্যাস লিখতে আমার ভালো লাগে। এই ক্ষণস্থায়ী পৃথিবীতে মানুষকে টিকে রাখে কেবল তার সৃষ্ট কাজ। আমিও চাই আমার লেখা মানুষের হৃদয়ে স্মৃতি হয়ে থাকুক।
অন্যদিকে পরিচালক বিশাল আহমেদ ফরহাদ জানান, গানটি শোনার পরই মনে হয়েছে দীর্ঘদিন পর একটি মানসম্মত গান পেলাম। তাই চেষ্টা করেছি এর কথার আবহ অনুযায়ী একটি ব্যতিক্রমী প্রেমের গল্প দৃশ্যায়ন করতে। দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আশা করছি।
Leave a Reply