লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট নবশক্তি পূজা মন্ডপে গিয়ে পূজার আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেছেন শ্রমিকদল নেতা।
মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম শ্রমিকদলের নির্বাহী সদস্য ও লক্ষ্মীপুর জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হান্নান ভূঁইয়া কামারহাট নবশক্তি পূজা মন্ডপটি পরিদর্শন করে। এ সময় তিনি পূজার আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং ধর্মীয় সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানান।
এইসময় উপস্থিত ছিলেন ডিএসবি চন্দ্রগঞ্জ থানার কর্মকর্তা মোঃ শাহাজাহান, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, ইউনিয়ন বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মালেক, গনিপুর শ্রমিকদলের সদস্য কাজী নজরুল ইসলাম, কাজী পিযাস, এমডি সজিবসহ শ্রমিক দলের নেতৃবৃন্দ।
আবদুল হান্নান ভুঁইয়া পূজামণ্ডপ পরিদর্শনকালে বলেন, বাংলাদেশ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মিলনস্থল। এখানে প্রত্যেকে যেন নিরাপদে ও আনন্দঘন পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন, সে বিষয়ে সকলকে সচেষ্ট থাকতে হবে।
Leave a Reply