শিরোনাম:
পশ্চিম লতিফপুর ইসলামী একাডেমিতে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বেগমগঞ্জে নবযোগদানকৃত ইউএনওকে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় বদলি জনিত কারণে বিদায় নিলেন বেগমগঞ্জের ইউএনও আরিফুর রহমান; দায়িত্ব গ্রহণ করলেন নবাগত ইউএনও কায়েসুর রহমান, দিলেন নতুন বার্তা চন্দ্রগঞ্জে ডিবির অভিযানে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ সিসিইউতে খালেদা জিয়া: বিদেশে চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন-আযম খান তারেক রহমানের ৩১ দফা তুলে ধরে মোহাম্মদপুরে বিএনপির লিফলেট বিতরণ লক্ষ্মীপুরে নারকেলের ছোবড়ার ভেতর লুকানো ৩৩ কেজি গাঁজা উদ্ধার, চালক আটক হানিফ টিটুর শারীরিক অবস্থা সংকটাপন্ন, পরিবারের দোয়া প্রার্থনা শাহ আলম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সিসিইউতে খালেদা জিয়া: বিদেশে চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন-আযম খান

বিশেষ প্রতিনিধি
  • Update Time : শনিবার, নভেম্বর ২৯, ২০২৫
  • 339 Time View

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। তবে তিনি বলেন, “চিকিৎসকরা উপযুক্ত অবস্থা নিশ্চিত করলে যেকোনো সময় তাকে বিদেশে স্থানান্তর করা হবে।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। বিদেশের বেশ কয়েকটি নামকরা হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে।

প্রায় ৮০ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ও হৃদ্‌যন্ত্রের জটিলতা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে ভর্তি হন। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি–বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে তার চিকিৎসা চলছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নিয়মিত হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নিচ্ছেন।

সকালে তাকে দেখতে গিয়ে ডাকসুর সাবেক এজিএস ও বিএনপি নেতা নাজিমুদ্দিন আলম দেশবাসীর কাছে খালেদা জিয়ার রোগমুক্তির দোয়া চান। পরে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, “তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও আশঙ্কা কাটেনি। বিদেশে নেওয়ার প্রয়োজন হলে মেডিকেল বোর্ডই সিদ্ধান্ত নেবে।”

এদিন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রতিনিধি দলও হাসপাতালে গিয়ে তার খোঁজ নেন। বের হয়ে দলের যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা জানান, “অবস্থা জটিল হলেও বেগম জিয়া সচেতন আছেন এবং চিকিৎসকদের নির্দেশনা বুঝতে পারছেন।”

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, খালেদা জিয়ার স্বাস্থ্য অবস্থা দেখে এসে মন্তব্য করেন, “বর্তমান পরিস্থিতিতে তাকে বিদেশে নেওয়া সম্ভব নয়।”

বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন গভীর উদ্বেগ প্রকাশ করে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান। তার আগেরদিন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও একইভাবে উদ্বেগ প্রকাশ করে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তার পক্ষ থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং বিশেষ সহকারী মনির হায়দার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares