মোঃ আলাউদ্দিনঃ
বেগমগঞ্জ উপজেলা চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসায় নবগঠিত গভর্নিং বডির সংবর্ধনা অনুষ্ঠান শনিবার সকাল ১০টায় মাদ্রাসার অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোশাররাফ হোসাইন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ও মাদ্রাসার গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মোঃ সাইফুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা কাদেনা স্পোর্টস ওয়্যার লিমিটেডের উপ-ব্যবস্থাপক ও গভর্নিং বডির সহ-সভাপতি মুহাম্মদ ওমর ফারুক জুনায়েদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যোৎসাহী সদস্য মুহাম্মদ ওমর ফারুক জুনায়েদ, আবু নাছের মুহাম্মদ শামছুল করিম, মোঃ মজিবুর রহমান, অভিভাবক সদস্য মোঃ বশির আহমেদ ও আকমল হোসাইন, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আবদুল মতিন, আজাদ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক ও মাদ্রাসার দাতা সদস্য মোঃ আবু বকর সিদ্দিক, শিক্ষক প্রতিনিধি মোঃ ওমর ফারুক, মোঃ জসিম উদ্দিন ভূঁঞা, মোঃ ওয়াছি উদ্দিন ভূঁঞা এবং আরবি প্রভাষক মাওলানা ইব্রাহিম খলিল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মাওলানা মোঃ জসিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্য অধ্যাপক ড. মোঃ সাইফুল আলম বলেন, চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসা দীর্ঘদিন ধরে অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। আধুনিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধের সমন্বয়ে শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক গুণে গড়ে তুলতে হবে। গভর্নিং বডির নতুন সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে প্রতিষ্ঠানটি আরও উন্নতির পথে এগিয়ে যাবে।
বিশেষ অতিথির বক্তব্য মুহাম্মদ ওমর ফারুক জুনায়েদ বলেন, শিক্ষার মানোন্নয়ন কেবল শিক্ষক নয়, অভিভাবক ও সমাজের সবাইকে নিয়ে সম্ভব। নবগঠিত গভর্নিং বডির উদ্যোগে মাদ্রাসার অবকাঠামো ও শিক্ষার পরিবেশ উন্নত করার কার্যক্রম শুরু হবে। আমরা চাই শিক্ষার্থীরা নৈতিকতা, শৃঙ্খলা ও কর্মদক্ষতায় এগিয়ে যাক।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোশাররাফ হোসাইন বলেন, মাদ্রাসার অগ্রগতি ও সুনাম রক্ষায় সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে সম্পর্ক দৃঢ় হলেই শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নবগঠিত গভর্নিং বডির সদস্যদের সফলতা কামনা করা হয়।
Leave a Reply