শিরোনাম:
চন্দ্রগঞ্জ থানা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ২৫ সদস্যের কমিটি  সভাপতি সামছুল আলম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাছুম চন্দ্রগঞ্জে সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত চন্দ্রগঞ্জ থানা বিএনপির অধীন ইউনিয়ন কাউন্সিলের সিডিউল ঘোষণা ঈদের ষষ্ঠদিনে আসছে মুরতজা পলাশের ইউটিউব ফিল্ম ‘টাইগার-২’ লক্ষ্মীপুরে ভূমি বিরোধে সংঘর্ষ, একই পরিবারের ৪ জনসহ আহত ৬ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ একজন গ্রেফতার চন্দ্রগঞ্জে ৯ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী ইমরান গ্রেফতার প্রতিদিন আমার সংবাদ এর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত চন্দ্রগঞ্জে সাংবাদিকের উপর হামলা, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি চন্দ্রগঞ্জে নকল ওষুধ বিক্রির অভিযোগে রাসেল ফার্মেসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা

বীজ ছাড়া লেবু চাষে সফল ১৫ যুবক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ১৫, ২০২১
  • 1013 Time View

প্রতিদিনের খবর ডেস্ক :

নওগাঁর রানীনগরে বীজ ছাড়া ‘চায়না-৩’ জাতের লেবু চাষে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন চাষিরা। উপজেলার কাশিমপুর ইউনিয়নের চকাদিন গ্রামে ‘সুফলা নওগাঁ এগ্রো প্রজেক্ট’র ১৫ যুবকের উদ্যোগে গড়ে তোলা হয়েছে এ বাগান। তাদের সফলতা দেখে এলাকার অন্য চাষিরা উদ্বুদ্ধ হয়ে এ জাতের লেবুর বাগান করেছেন। এ প্রজেক্টে উৎপাদিত লেবুর চারা এবং বাগান দেখে নতুন নতুন বাগান সৃষ্টি হচ্ছে। ধীরে ধীরে কাশিমপুর ইউনিয়ন লেবু অঞ্চল হিসেবে দেশব্যাপী পরিচিতি পাবে বলে আশা করছে সুফলা নওগাঁ।

জানা যায়, ২০১৯ সালের শুরুতে ২ একর পতিত জমি ১০ বছরের জন্য ইজারা নেন ১৫ যুবক। নাটোরের ভাতুরিয়া হর্টিকালচার সেন্টার থেকে ৩০ টাকা পিস হিসেবে ৫শ চায়না-৩ লেবুর চারা সংগ্রহ করেন তারা। সুফলা নওগাঁ এগ্রো প্রজেক্ট’র অর্থ সম্পাদক মোকাদ্দেস সরকারের আগ্রহে কাজ শুরু করেন। তাদের বাগানে ৭শ চায়না-৩ লেবু, ২শ পেয়ারা, ৬শ ড্রাগন ও ২শ মাল্টার গাছ আছে। তবে সম্ভবনাময় হয়ে উঠেছে চায়না-৩ লেবু।

jagonews24

বাগান থেকে লেবুর চারা সংগ্রহ করে কাশিমপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান ১০ কাঠা, কাশিমপুর গ্রামের গোলাম মোস্তফা এক বিঘা, চককুতুব গ্রামের মিন্টু এক বিঘা, কুজাইল গ্রামের রাকিব ১০ কাঠা, আব্দুর রাজ্জাক ও মোখলেছুর রহমান চার বিঘা জমিতে চায়না-৩ জাতের লেবুর বাগান করেছেন।

চাষিরা জানান, পতিত জমিতে প্রথমে বিঘাপ্রতি ৫০ কেজি হারে ডলোচুন দিয়ে ১৫ দিন ফেলে রাখা হয়। এরপর সরভূজ পদ্ধতিতে ৬ ফুট দূরত্বে বেড তৈরি করা হয়। গর্তের মাটির সঙ্গে ১০ কেজি গোবর সার, ২শ গ্রাম ডিএপি, ১৫০ গ্রাম এমওপি, ১৫০ গ্রাম ইউরিয়া, ১০০ গ্রাম জিপসাম, ৫০ গ্রাম দস্তা, ২৫ গ্রাম বোরন মিশিয়ে আরও ১৫ দিন ফেলে রাখা হয়। এরপর ১২ ফুট দূরত্বে লেবুর চারা রোপণ করা হয়। দেশে যত জাতের লেবু আছে; তার মধ্যে এ জাতের লেবুর ধারন ক্ষমতা বেশি এবং সারাবছর পাওয়া যায়।

 

কাশিমপুর গ্রামের আব্দুল মমিন বলেন, ‘সুফলা নওগাঁর কথা শুনে বাগান দেখতে যাই। এ জাতের লেবু থেকে সারাবছর ফল পাওয়া যায়। গুণগত মান ভালো এবং লাভজনক হওয়ায় আগ্রহ প্রকাশ করি। একবছর আগে ওই বাগান থেকে ৩০০ পিস চারা সংগ্রহ করে ২ বিঘা জমিতে বাগান করেছি। এখন বাগানে ফল আসতে শুরু করেছে।’

সুফলা নওগাঁ এগ্রো প্রজেক্টের অর্থ সম্পাদক মোকাদ্দেস সরকার বলেন, ‘বছরে ১০ হাজার টাকা বিঘা হিসেবে ১০ বছরের জন্য ২ একর জমি ইজারা নিয়েছি। অন্যান্য ফলের গাছ থাকলেও বাগানে চায়না-৩ লেবু সম্ভবনাময় হয়ে উঠেছে। প্রতি সপ্তাহে একবার করে দেড় থেকে দুই হাজার পিস লেবু তোলা হচ্ছে। বর্তমান বাজারে প্রতি হাজার লেবু ৫ হাজার টাকা হিসেবে পাইকারি বিক্রি হচ্ছে। গত দুই বছরে লেবু বিক্রি করেছি ২ লাখ টাকা। চারা বিক্রি করেছি ১ লাখ টাকা।’

jagonews24

প্রজেক্টের সভাপতি হাবিব রতন বলেন, ‘চারা লাগানোর তিন মাস পর ফুল এবং ছয় মাস বয়স থেকে ফল আসা শুরু হয়। এ লেবু বীজ ছাড়া, রস বেশি, গাছে ফলের পরিমাণ বেশি, আলাদা ফ্লেভার এবং টকের পরিমাণ অনেকটা কম। এখানকার আবহাওয়া ও মাটি লেবু চাষে উপযোগী। পোকামাকড়ের উপদ্রবও কম। কম সময়ে ও কম খরচে লেবু চাষ করা সম্ভব। গাছ যত বড় হবে; লেবু তত বেশি হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares